বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মঞ্চেই অসুস্থ মোনালি ঠাকুর, কোচবিহারে চিকিৎসা করিয়ে ফিরলেন মুম্বই

সংবাদদাতা, দিনহাটা: আশা অপূর্ণ থেকে গেল দিনহাটাবাসীর। অসুস্থ অবস্থায় স্টেজে নিজের সেরাটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন বিখ্যাত প্লেব্যাক  গাইকা মোনালি ঠাকুর। কিন্তু গাইতে গাইতে অসুস্থতা বেড়ে যাওয়ায় অনুষ্ঠান অসমাপ্ত রেখেই মঞ্চ ছাড়তে হল তাঁকে। ফলে শোনা হল না গায়িকার সব হিট গানগুলি। সন্ধ্যা থেকে সংহতি ময়দানে  হাজির কাতারে কাতারে শ্রোতা কার্যত মন খারাপ করেই বাড়ি ফিরলেন। যদিও আয়োজক থেকে শ্রোতা, সকলেই গায়িকার আরোগ্য কামনা করেছেন। রাতে মোনালিকে কোচবিহারে নিয়ে গিয়ে চিকিত্সককে দেখানো হয়। আপাতত তিনি কিছুটা সুস্থ বলে আয়োজক সূত্রে খবর।
দেশজুড়ে একের পর এক বড় কনসার্ট করে মঙ্গলবার অসুস্থ শরীর নিয়েই দিনহাটা এসেছিলেন মোনালি ঠাকুর। তাঁর স্বাস্থ্যের কথা ভেবে মঞ্চের পিছনে চিকিত্সক দল রাখা হয়েছিল। প্রাথমিক চিকিত্সা করিয়েই মঞ্চে ওঠেন গায়িকা। যদিও অন্য শো-এর মতো সপ্রতিভ দেখায়নি তাঁকে। গান গাওয়ার সময় মাঝেই মাঝেই কপালে হাত দিতেও দেখা গিয়েছে। বারবার মঞ্চের নীচেও নেমে যান। বিরতি নিয়ে ফের দর্শকের মনজয়ের চেষ্টা করেন। কিন্তু শরীর সায় না দেওয়ায় উদ্যোক্তারা তাঁকে মঞ্চ থেকে বের করে নিয়ে যান। পরে মাঝরাস্তায় গায়িকা বমিও করেন। এরপর দ্রুত কোচবিহারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাঁকে অক্সিজেন পরিষেবা দেওয়া হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক কোচবিহারের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাতেই তাঁকে ছুটি দেওয়া হয়। সকালে কোচবিহার ছেড়ে বেরিয়ে যান তিনি। 
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, মোনালি ঠাকুরের অসুস্থতার কথা জানার পরে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আগে জীবন পরে বিনোদন। মোনালি ঠাকুরের ইভেন্ট ম্যানেজার পাপন সরকার বলেন, দিনহাটার অনুষ্ঠানে পৌঁছনোর পর মোনালি অসুস্থ বোধ করছিলেন। তবুও স্টেজে এক ঘণ্টা গান গেয়েছেন গায়িকা। আপাতত তিনি সুস্থ। 
(তখন মঞ্চে। - নিজস্ব চিত্র।)
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা