বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সাধারণতন্ত্র দিবস: নিরাপত্তার চাদরে মুড়েছে গোটা শিলিগুড়ি

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একদিকে বাংলাদেশি জঙ্গি সংগঠনের টার্গেট। অপরদিকে বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত। এমন প্রেক্ষাপটে সাধারণতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা! তাই শিলিগুড়িতে নিরাপত্তার চাদরে মুড়েছে পুলিস। ইতিমধ্যে শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, হাট-বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে শহরের প্রবেশ ও বের হওয়ার পথে চলছে নাকা তল্লাশি। সিসি ক্যামেরায় নজরদারি চালানোর পাশপাশি ড্রোনও ওড়ানো হবে। মহকুমার বাংলাদেশ ও নেপাল সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিএসএফ এবং এসএসবি। উভয়পক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখেছে পুলিস। 
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর জানান, সাধারণতন্ত্র দিবস সুষ্ঠুমতো করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় নজরদারি চালানোর পাশাপাশি সাদা পোশাকের পুলিস বাহিনী, বাইক পেট্রোলিং বাহিনী নামানো হয়েছে। নিয়ম করে চলছে তল্লাশি অভিযান। এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে। পাশাপাশি শহরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। 
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। এই শিলিগুড়ি করিডরের পাশেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপাল। এই করিডরকে টার্গেট করেছে বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। কয়েকদিন আগে এবিটির কয়েকজনকে গ্রেপ্তার করে এমন তথ্য পেয়েছে পুলিস। এদিকে, বাংলাদেশি অনুপ্রবেশও অব্যাহত। প্রায় প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে এপারে আসার চেষ্টা করছে বলে অভিযোগ। যাদের গন্তব্য শিলিগুড়ি হয়ে ভিনরাজ্য। ইতিমধ্যে বিএসএফ বেশকিছু অনুপ্রবেশকারীকে আটক করে পুলিসের হাতে তুলে দিয়েছে। সমগ্র প্রেক্ষাপট পর্যালোচনা করেই এখানে জঙ্গি হামলার শঙ্কা করছে গোয়েন্দারা। 
এজন্যই শিলিগুড়ি শহরে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিস সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবস নির্বিঘ্নে করতে দু’টি বিশেষ টিম গঠন করা হয়েছে। সেগুলির নেতৃত্বে দু’জন ডিসিপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এরবাইরে কমিশনারেট অফিসে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। সেখান থেকে সিসি ক্যামেরায় বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে এনজেপি থেকে ভক্তিনগর, প্রধাননগর থেকে মাটিগাড়া প্রতিটি এলাকা মোড়া হয়েছে সিসি ক্যামেরায়। বিধান মার্কেট, শেঠশ্রীলাল মার্কেট, হংকং মার্কেট, জংশন মার্কেট, এসজেডিএ মার্কেট, তেনজিং নোরগে বাস টার্মিনাস, পিসি মিত্তাল বাস টার্মিনাস, পরিবহণনগর সহ বিভিন্ন এলাকায় সাদা পোশাকের পুলিস কর্মীরা নজর রাখছেন। সন্দেহভাজন কোনও ব্যক্তি দেখলেই চলছে তল্লাশি। একইসঙ্গে রাত থেকে ভোর পর্যন্ত দার্জিলিং মোড়, মহাত্মা গান্ধী মোড়, নৌকাঘাট, খাপরাইল মোড় সহ বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চলছে। 
শহরের সেভক রোড, বর্ধমান রোড ও মাটিগাড়ার সিটি সেন্টার এলাকার শপিংমল চত্বরেও নজরা রাখা হয়েছে। জনবহুল কিছু জায়গায় ড্রোন উড়িয়েও নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে, উত্তরবঙ্গ তো বটেই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন এনজেপি। সেখানেই স্নিফার ডগ নিয়ে প্রতিটি প্ল্যাটফর্মে ও বিভিন্ন ট্রেনের কামরায় তল্লাশি চালাচ্ছে জিআরপি। বাগডোগরা বিমানবন্দরেও পুলিসি নজরদারি জোরদার করা হয়েছে। - নিজস্ব চিত্র।    
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা