বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

‘সুশান্ত রায় অধীশ্বর নন, আগামীতে থাকবেন না’, বার্তা গ্রিভেন্স রিড্রেসাল কমিটির চেয়ারম্যানের

সংবাদদাতা, শিলিগুড়ি: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি ডাঃ সুশান্ত রায় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার অধীশ্বর ছিলেন না, এখনও নন। আগামীতেও থাকবেন না।  বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এসে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গ্রিভেন্স রিড্রেসাল কমিটির চেয়ারম্যান ডাঃ সৌরভ দত্ত এই বার্তা দিলেন। আর জি কর কাণ্ডের আগে পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থায় ডাঃ সুশান্ত রায়ের নেতৃত্বে ‘উত্তরবঙ্গ লবি’ শেষ কথা হয়ে উঠেছিল। আর জি কর কাণ্ডের পর এই ‘উত্তরবঙ্গ লবি’র একছত্রাধিপত্যের দিকটি প্রকাশ্যে আসে। ডাঃ সুশান্ত রায়ের বিরুদ্ধে  ওঠে নানা অভিযোগ। তাতে ডাঃ সুশান্ত রায় ও ‘উত্তরবঙ্গ লবি’ কোনঠাসা হয়ে স্বাস্থ্যব্যবস্থা নিয়ন্ত্রণ হারান।
সেই পরিস্থিতি থিতিয়ে যেতে ‘উত্তরবঙ্গ লবি’ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে রিড্রেসাল কমিটির চেয়ারম্যান বলেন,  রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনায় কেউ অধীশ্বর ছিলেন না, এখনও নেই। আগামীতেও কেউ হতে পারবে না। আর জি কর কাণ্ডের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অফিস থাকা নিয়েও নানা অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধে। অভিযোগ, হাসপাতালের মধ্যে অনৈতিকভাবে এই অফিস খোলা হয়েছিল। সেই অফিসের ভবিষ্যৎ নির্ভর করছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহার রিপোর্টের উপর। এদিন এক প্রশ্নের উত্তরে ডাঃ সৌরভ দত্ত বলেন, প্রিন্সিপালের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করা হবে। তিনি যদি বলেন, এই অফিস থাকার জন্য চিকিৎসা পরিষেবায় কোনও সমস্যা হচ্ছে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর জি কর কাণ্ডের পর ডাঃ সুশান্ত রায় সহ উত্তরবঙ্গ লবির অস্তিত্ব যে বিলোপ হয়ে গিয়েছে, সেটাই এদিন বুঝিয়ে দিয়েছেন ডাঃ সৌরভ দত্ত। 
এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন গ্রিভান্স রিড্রেসাল সেলের তিন প্রতিনিধি। বিভাগীয় প্রধানরা মেডিক্যালে চিকিৎসকের অভাবের কথা জানান। ডাক্তারি পড়ুয়ারাও তাদের নানান অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। এদিকে আর জি কর কাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা দিয়ে মেডিক্যাল কলেজ মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু, হস্টেলের সমস্যা জিইয়ে রয়েছে। এদিন ডাক্তারি পড়ুয়ারা কমিটির কাছে হস্টেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয় জলের সমস্যা সহ বেশ কিছু ব্যবস্থা নিয়ে অভিযোগ জানান। পাশাপাশি বিভাগীয় প্রধানরা অধ্যাপক চিকিৎসকের অভাবে নিয়ে কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। রেডিওলজি বিভাগের তরফে বলা হয়, অধ্যাপক-চিকিৎসক না থাকায় বিভাগ চালাতে সমস্যা হচ্ছে। বৈঠক শেষে ডঃ সৌরভ দত্ত বলেন, ২৪  ফেব্রুয়ারি কলকাতায় চিকিৎসকদের নিয়ে কনভেনশন রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনুষ্ঠানে থাকবেন। তারই প্রস্তুতি হিসেবে বিভিন্ন কলেজ ঘুরে ঘুরে ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকদের অভাব-অভিযোগের কথা শুনছি। সব সমস্যার সমাধানের জন্যই এই সফর।  সব অভিযোগ ও সমস্যার কথা স্বাস্থ্যভবনে জানাবো। - নিজস্ব চিত্র।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা