বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নাজিরপুরে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করলেন বাসিন্দারা
 

সংবাদদাতা, মানিকচক: মানিকচকের নাজিরপুরে সাবমার্সিবল ও শৌচালয় নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রতিবাদ করলে ঠিকাদার বাসিন্দাদের পুলিসের ভয় দেখাতেন। তবে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেন। নাজিরপুর পঞ্চায়েতের নিরঞ্জনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে সাবমার্সিবল ও মানিকচক পঞ্চায়েত সমিতি তিন লক্ষ পাঁচ হাজার টাকায় শৌচাগার নির্মাণ করছে। তবে কাজ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। মান নিয়ে বারবার গ্রামবাসীরা ঠিকাদার সংস্থাকে অভিযোগ করলেও কান দেয়নি। উল্টে পুলিসের ভয় দেখানো হতো। স্থানীয় বাসিন্দা শিবা মণ্ডলের কথায়, কয়েক দিন ধরে নিম্নমানের ইট, বালি ব্যবহার করা হচ্ছে। ক্ষুব্ধ হয়ে আজ কাজ বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। ভালো মানের সামগ্রী ব্যবহার না করলে কাজ করতে দেওয়া হবে না। গ্রামবাসীদের অভিযোগ সঠিক বলে দাবি করেছেন নাজিরপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরী। তিনি বলেন, নিম্নমানের কাজের বিষয়টি  পঞ্চায়েত প্রধান ও মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাব।নাজিরপুর পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মণ্ডল বলেন, নিম্নমানের কাজের অভিযোগ শুনেছি। তবে লিখিত অভিযোগ করেননি বাসিন্দারা। অভিযোগ পেলে বিষয়টি খুঁটিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কাজ নিয়ম মেনেই চলছে। মানিকচক পঞ্চায়েত সমিতির স্থানীয় তৃণমূল সদস্য ইমরান হোসেনের মন্তব্য, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে নিম্নমানের কাজ হলে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
(কাজ বন্ধ হলেও গ্রামবাসীদের ক্ষোভ কমেনি।-নিজস্ব চিত্র)
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা