বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

পাঁচ বছরের স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতন, ২০ বছরের কারাদণ্ড

সংবাদদাতা, পতিরাম: ৯ বছর আগে স্কুলের ভিতরে এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছিল। গত মঙ্গলবার সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল বালুরঘাট জেলা আদালত। বুধবার সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারক। আসামীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বালুরঘাট জেলা আদালতে এমন রায় ঘোষণা হতেই শোরগোল শহরে। এই রায়ে খুশি নির্যাতিত শিশুর পরিবার। 
এবিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বালুরঘাট থানায় একটি পকসো মামলা রুজু হয়েছিল। মঙ্গলবার সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টের বিচারক শরন্যা সেন প্রসাদ। বুধবার দু’পক্ষের বক্তব্য শোনার পর ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 
আদালত সূত্রে খবর, বালুরঘাটের ইংরেজিমাধ্যম স্কুলে নির্যাতনের ঘটনা ঘটেছিল। ওই স্কুলে গিয়েছিল বালুরঘাট শহরের পাঁচ বছরের একটি শিশু। ছুটির পর একা থাকা ওই শিশুকে পাশের রুমে নিয়ে যায় এক কর্মী। সেখানে যৌন হেনস্থা করে। পরে ওই শিশু বাড়ি ফিরে গোপনাঙ্গে ব্যথা হওয়ার কথা জানায় পরিবারকে। এরপরেই ওই পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস অভিযুক্ত স্কুলের কর্মীকে গ্রেপ্তার করে।  ঘটনাটি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের। এরপর ওই মামলা বালুরঘাট জেলা আদালতে চলতে থাকে। সমস্ত প্রমাণ ও সাক্ষ্যগ্রহণের পর গত মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারক এদিন ২০ বছর কারাদন্ডের নির্দেশ দেওয়ায় খুশি জেলার আইনজীবী মহল।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা