বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নিউজিল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি মালদহের অধ্যাপককে

সৌম্য দে সরকার, মালদহ: নিউজিল্যান্ডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেল মালদহের এক সহকারি অধ্যাপকের মিউজিক ভিডিও। ভারত থেকে একাধিক নমিনেশন জমা পড়লেও মিউজিক ভিডিও’র ক্ষেত্রে শুধুমাত্র মালদহের এই সহকারি অধ্যাপকই ওই আন্তর্জাতিক উৎসবে যাওয়ার সুযোগ পেয়েছেন। দেশবন্ধুপাড়ার বাসিন্দা শিবশঙ্কর চৌধুরী (৪০) বর্তমানে গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইংরেজির ভাষার সহকারী অধ্যাপক। এর আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজে আংশিক সময়ের শিক্ষক ছিলেন।
এই চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তা ছিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ট্র্যাডিশন অব মিউজিক অ্যান্ড ডান্স। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এবছর ৪৮তম উৎসব ও মিউজিক কনফারেন্স। অনুষ্ঠানস্থল ছিল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বিভাগে ভারত থেকে মাত্র তিনজন এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। মিউজিক ভিডিও ক্যাটেগরিতে শুধুমাত্র শিবশঙ্কর সুযোগ পান। তাঁর দু’টি মিউজিক ভিডিওর স্ক্রিনিং হয় উৎসবে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিউজিক স্কলার ও অধ্যাপকদের সামনে নিজের মিউজিক ভিডিও দু’টির উৎস ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন শিবশঙ্কর। তেমনই এটি প্রদর্শিত হয় সারা বিশ্বের প্রথম সারির সঙ্গীত ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের সামনে।
ইংরেজিতে তৈরি এই দুটি ভিডিও আনুষ্ঠানিকভাবে লন্ডন থেকে মুক্তি পেয়েছে ১৮ জানুয়ারি। এরপর সারা বিশ্বের সঙ্গীত বোদ্ধাদের কাছে পৌঁছে যাবে। 
শিবশঙ্কর বলেন, ২০০৬ সাল থেকে সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে চর্চা করছি। আমার কোনও ব্যক্তিগত সঙ্গীত প্রশিক্ষক ছিলেন না। রাজ্য ও দেশের প্রতিনিধি হিসেবে এই সম্মান বিশাল প্রাপ্তি।
(নিউজিল্যান্ডে শিবশঙ্কর চৌধুরী। - নিজস্ব চিত্র।)
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা