বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জমি দেখার পরেও বাসস্ট্যান্ড তৈরি হল না গাজোলে, আক্ষেপ বাসিন্দাদের
 

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে বাসস্ট্যান্ড তৈরির জন্য গত বছর মার্চ এবং জুলাই মাসে পর পর জমি পরির্দশন করা হয়েছিল। সেখানে জেলা এবং ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা ওই সময় ব্লকের পাওয়ার হাউসের ধর্মতলা মোড়, ওভারব্রিজ এবং পশু হাসপাতাল সংলগ্ন সরকারি জায়গা খতিয়ে দেখেন। তারপর এখনও কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। 
গাজোলের রবি সাহার কথায়, বাম আমল থেকে আমাদের ব্লকে বাসস্ট্যান্ড গড়ার কথা শুনছি। আগে বলছিল ধর্মতলা মোড়ে জায়গা দেখা হয়েছে, সেখানে বাসস্ট্যান্ড হবে। কিন্তু কোনও কাজ শুরু হয়নি। কবে হবে কেউ জানে না।
এদিকে, ওই ব্লকে বাসস্ট্যান্ড না থাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের স্থানীয় রাস্তাজুড়ে যানবাহন নানা জায়গায় দাঁড়িয়ে থাকছে। অফিসের সময়ে যানজট বাড়তে থাকায় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সেজন্য অনেকে বাসস্ট্যান্ডের দাবিতে সরব হয়েছেন। মালদহের বাস, মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ রায়ের কথায়, বাসস্ট্যান্ড না থাকায় সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। মুলত রায়গঞ্জ-মালদহ রুটের বাস গাজোলের ভিতরে ঢোকে না। বাইপাস দিয়ে যেতে হয়। আলাল রুটেও সমস্যা হয়। দক্ষিণ দিনাজপুর রুটে তেমন অসুবিধা না হলেও বাস সড়কে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। সংগঠনের  দাবি, জেলা ও বাইরের মিলিয়ে গাজোল দিয়ে প্রায় পাঁচশো বাস যাতায়াত করে। একটি জায়গায় বাসস্ট্যান্ড হলে কর্মী ও যাত্রীদের সুবিধা হবে। পাশাপাশি যাত্রীরা এক জায়গা থেকেই বিভিন্ন রুটের বাস ধরতে পারবেন। 
গাজোলের বণিকসভার সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, যানজট রুখতে বাসস্ট্যান্ড দরকার। তবে দমকল আরও বিশেষ করে প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে বাসস্ট্যান্ডের জন্য কয়েকটি জায়গা দেখা হয়েছিল। গাজোলের জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত বলেন, বাসস্ট্যান্ডের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
(এখানেই বাসস্ট্যান্ডের জমি দেখা হয়েছিল।-নিজস্ব চিত্র)
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা