বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

হবিবপুরের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
 

মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: বুধবার হবিবপুর ব্লকের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ময়দানে ৭৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। বিশেষ অতিথি হিসেবে  ছিলেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের আধিকারিক এমারামদার ডোগরা, কোম্পানি কমান্ডার সুধীর কুমার, অমিত চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার, আইহো চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল সহ স্থানীয় বিশিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৫২ সালে বাংলাদেশ সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া পরিবারের শিশুদের কথা মাথায় রেখে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রথমে অষ্টম, পরে দশম শ্রেণি পর্যন্ত পড়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় এই বিদ্যালয়ে। তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনাল কোর্সের ব্যবস্থা রয়েছে। হবিবপুর ব্লকে তিনটি উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনার অনুমোদন রয়েছে। তার মধ্যে এই বিদ্যালয় অন্যতম। ১ হাজার ৮০০ ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য প্রায় ৪০ জন শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মী রয়েছেন। জেলার অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে এখানকার পড়ুয়ারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে সুনাম অর্জন করে। 
পরিচালন কমিটির সভাপতি সনোজ ঘোষ বলেন, পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন  ক্রীড়া প্রতিযোগিতা হয় প্রতি বছর। এতে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটে। প্রায় ৩৬ টি খেলার মাধ্যমে এবছর বার্ষিক ক্রীড়া হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষের কথায়, প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান দেখতে ভিড় জমান ঋষিপুর এলাকার সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে সবরকম ব্যবস্থা করা হয়েছিল। - নিজস্ব চিত্র
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা