বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বালাসনের চর দখল করে বাড়ি, দেওয়া হচ্ছে ভাড়া, নথি নেই প্রশাসনের কাছে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বালাসন নদীর চরে অবৈধভাবে বিল্ডিং বানিয়ে কল সেন্টারের কর্মীদের ভাড়া দেওয়া হচ্ছে! রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকী ভিনরাজ্য থেকে যুবক যুবতীদের এনে রাখা হচ্ছে ওসব বাড়িতে। মাটিগাড়ার কাছে শিমূলতলায় নদীর চরে অবৈধভাবে তৈরি বহু দোতলা বাড়িতে ঘরভাড়া দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। জমি মাফিয়ারা বালাসনের চর দখল করে ঘর বানিয়ে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা মুনাফা করছে। প্রশ্ন উঠেছে, ভাড়াটেদের তথ্য কি রয়েছে প্রশাসনের কাছে? ভিনরাজ্য থেকে এসে মাটিগাড়ায় ঘরভাড়া নিয়ে যাঁরা থাকছেন, তাঁদের কি খোঁজখবর রাখছে প্রশাসন? 
মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি ঘোষ বলেন, ভাড়াটেদের তথ্য রাখার কথা পুলিসের। মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য বলছেন, কেউ কেউ ভাড়াটেদের তথ্য থানায় জমা করছেন। আবার অনেকে করছেন না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 
বালাসনের চর দখল নতুন বিষয় নয়। মাটিগাড়ার কাছে শিমূলতলার সরকারি আইটি পার্কের কাছে বহু বাড়ি তৈরি হয়েছে, যেগুলি শুধু ভাড়া দেওয়া হয়। এলাকারই জমি মাফিয়ারা সেই বাড়ি তৈরি করেছে বলে অভিযোগ। শিমূলতলার পাশেই নির্মলনগর। এলাকার পঞ্চায়েত সদস্য মিঠুন প্রামাণিক বলেন, এখনও নদীর চর দখল করছে জমি মাফিয়ারা। প্রশাসনের নিয়মের তোয়াক্কা না করেই বাইরের মানুষকে বাড়ি ভাড়া দিচ্ছেন কেউ কেউ। কোনও বিল্ডিংয়ের আবার সব ঘর ভাড়া দেওয়া। মালিক থাকেন না। অভিযোগ, কল সেন্টারের কাজে দূরদূরান্ত থেকে আসা যুবক যুবতীরা ভাড়া ঘরে কী করে, দেখার কেউ নেই। আর সেই যুবক যুবতীরাই কল সেন্টারগুলিতে কাজ করে। নদীর চর বেদখল প্রসঙ্গে মাটিগাড়ার বিডিও বিশ্বজিত্ দাস বলেন, পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বিষয়টি আলোচনা করে পদক্ষেপ করা হবে। 
মঙ্গলবারই ওই আইটি পার্কে প্রায় তিনঘণ্টা অভিযান চালিয়ে মাটিগাড়া থানার পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা অফিসের আড়ালে অবৈধ কলসেন্টার চালাত বলে অভিযোগ। সংস্থাটির কয়েকটি কম্পিউটার ও মোবাইলও বাজেয়াপ্ত হয়। - নিজস্ব চিত্র।
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা