বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অচলাবস্থা কাটাতে বেতন সহ অন্য বিলে অনুমোদন দিলেন উপাচার্য

সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন উপাচার্য প্রণব ঘোষ। প্রথমেই অধ্যাপক কর্মীদের বেতনের বিলে সই করলেন তিনি। দ্রুত বকেয়া বেতন সহ নানা বিল মেটাতে  ফিন্যান্স অফিসারকে নির্দেশে দিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আর্থিক অনুদান চেয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে বুধবার চিঠিও পাঠিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এক বছরে প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন হয়। গত জুন মাসে শেষবার এই টাকা পেয়েছে বিশ্ববিদ্যালয়। এদিকে নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করতেই প্রাথমিকভাবে ইন্টারনেট টেলিফোন সহ যাবতীয় খুঁটিনাটি সমস্যা মিটেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। উপাচার্য বলেন, যারা এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, তারা যদি ভালো না থাকে,  আমরা ভালো থাকব না। তাই বেতনের জন্য অনুমোদন দিয়েছি। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফান্ডের জন্য উচ্চশিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছি। অনেক সমস্যা মিটে গিয়েছে। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের দুই অতিথি অধ্যাপক রাজু পাল এবং হরেকৃষ্ণ মণ্ডলের মন্তব্য, বিশ্ববিদ্যালয়ে নতুন স্থায়ী উপাচার্য এসেছেন। এখন থেকে বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবে চলবে বলে মনে করছি। 
বুধবার উপাচার্যের সঙ্গে দেখা করেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, সহ সভাপতি রোহন চক্রবর্তী সহ ছাত্রনেতারা। তাঁরা দ্রুত পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন। অমরনাথ বলেন, তিনটি বিষয় ছাড়াও বাকিগুলি চালু করার জন্য জানিয়েছি। বর্তমানে যে জায়গায় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানকার পরিকাঠামো ভালো নয়। তাই বালুরঘাট বা সংলগ্ন জায়গায় আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করা হলে ভালো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় বালুরঘাট থেকে চলে যাওয়ার আশঙ্কার ব্যাপারে অমরনাথের মন্তব্য, মুখ্যমন্ত্রী বালুরঘাটেই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। তাই এটা নিয়ে যারা বলছে, তারা ভুয়ো খবর রটাচ্ছে।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রথম স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রণব ঘোষ এই দায়িত্ব নিয়েছেন। তবে আগের উপাচার্য চলে যাওয়ার পর মাস দেড়েক অভিভাবকহীন ছিল বিশ্ববিদ্যালয়। ফলে অধ্যাপক ও কর্মীদের বেতন বন্ধ হয়ে যায়। এদিকে বিল না মেটানোয় ইন্টারনেট, টেলিফোন ও ওয়েবসাইট বন্ধ হয়ে পড়েছিল। সেই সমস্যাগুলি মিটে গিয়েছে। দু-একদিনের মধ্যে অধ্যাপকরা বকেয়া বেতন পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। তবে সামনেই প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। তাই বকেয়া কাজ মিটিয়ে এবার পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন উপাচার্য।
(নয়া উপাচার্যকে সংবর্ধনা ছাত্রনেতার। - নিজস্ব চিত্র।)
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা