বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

হাতের জাদুতে স্বনির্ভর দৃষ্টিহীন শিবানী বিদেশে পাড়ি দিয়েছে শিল্পীর টব হোল্ডার

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দৃষ্টিহীন। তবু জীবন সংগ্রামে দমে যাননি। হস্তশিল্পকে আঁকড়ে স্বনির্ভর শিলিগুড়ি শহর সংলগ্ন জলেশ্বরীর বধূ শিবানী পাল। তিনি হাতের যাদুতে উল, পাট ও নাইলনের দড়ি দিয়ে বানান বিভিন্ন ধরনের উপকরণ। দেবদেবীর পোশাক থেকে গণেশের মুখ, টব হোল্ডার থেকে মহিলাদের বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন। যা স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে। তাঁর মাসিক আয় প্রায় ১০ হাজার টাকা। সরকারি বিভিন্ন মেলায় স্টল দিতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি। তবে তাঁর আক্ষেপ, বার বার আবেদন করেও তিনি বসবাসের জন্য সরকারি ঘর পাননি। স্থায়ী দোকান করা মতো স্টলও পাননি। সংশ্লিষ্ট দু’টি বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন। 
শিলিগুড়ি শহরের পাশেই জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে জলেশ্বরী গ্রাম। এই গ্রামের বউ শিবানী। তাঁর স্বামী মঙ্গল পালও দৃষ্টিহীন। রানিনগরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। শিবানীদেবী বলেন, জন্ম থেকেই দৃষ্টিশক্তি দুর্বল ছিল। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কোনওরকমে পড়াশোনা করেছি। এরপর পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। পড়াশোনাও থেমে যায়। বহু চিকিৎসা করেও কোনও লাভ হয়নি। দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যাবে না বলেই চিকিৎসকরা জানান। ২০০১ সাল নাগাদ বিয়ে হয়। মেয়ের জন্ম হয়। সংসারে চরম অভাব দেখা দেয়। শামিল হই স্বনির্ভরগোষ্ঠীতে। হায়দরপাড়ার সেলাইয়ের দিদিমণি রুমা ঘোষের সহযোগিতায় হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়েছি। সেই শুরু। 
এখন উল, পাট ও নাইলনের দড়ি দিয়ে গোপাল ঠাকুরের পোশাক, মেয়েদের বিভিন্ন ধরনের ব্যাগ, ঘর সাজানোর জন্য গণেশের মুখ, ফুল, ফুলের টব ঝোলানোর হোল্ডার প্রভৃতি তৈরি করছি। তিনি বলেন, মেয়ে ও জামাই বিভিন্ন ধরনের উল, পাট ও নাইলনের বিভিন্ন ধরনের সুতো জোগাড় করে দিচ্ছে। এরপর স্বামীর সহযোগিতায় একের পর এক উপকরণ প্রস্তুত করছি। শিলিগুড়ি শহরের প্রায় ১০টি দোকানে আমার তৈরি দ্রব্য সামগ্রী সরবরাহ করি। সংশ্লিষ্ট দ্রব্যগুলির দাম ৩০ থেকে ১৪শো টাকা। দৃষ্টিপ্রদীপ হস্তশিল্প নামে সেগুলি বাজারে সরবরাহ করছি। ইতিমধ্যেই আমার তৈরি টব হোল্ডার গুয়াহাটি, মণিপুর ও থাইল্যান্ডে পাড়ি দিয়েছে। এরসঙ্গে নারকেলের নাড়ু ও মুড়ির মোয়াও তৈরি করে বিভিন্ন দোকানে সাপলাই করি। সবমিলিয়ে মাসে আয় প্রায় ১০ হাজার টাকা। তা দিয়ে কোনওরকমে সংসার চলছে। 
দোকানে সরবরাহ করার পাশাপাশি সরকারি ও বেসরকারি মেলাতেও স্টল দিচ্ছেন এই দৃষ্টিহীন বধূ। এবার তিনি শিলিগুড়ি শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সৃষ্টিশ্রী মেলাতেও স্টল দিয়েছেন। গত মঙ্গলবার তিনি স্টলে নাইলনের ব্যাগ তৈরি করার সময় বলেন, স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মেলায় আয়োজন করেছে। তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের মেলা আরও হওয়া প্রয়োজন। 
একইসঙ্গে আবাস যোজনার ঘর না মেলায় আক্ষেপ প্রকাশ করেছেন ওই গৃহবধূ। তিনি বলেন,  টিনের চাল দেওয়া ঘর। দু’বার সরকারি আধিকারিকরা আমার বাড়ি পরিদর্শন করেছেন। এখনও পর্যন্ত সরকারি ঘর মেলেনি। এবার ঘর এবং সরকারি জায়গায় স্থায়ী স্টল করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব।
- নিজস্ব চিত্র।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা