বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কোচবিহারের ইতিহাস নিয়ে আলোচনায় ১৩টি স্কুলের পড়ুয়ারা

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারের ইতিহাস পরিপূর্ণভাবে জানুক আগামী প্রজন্ম। ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে এই ইতিহাস আরও ছড়িয়ে পড়ুক। সেই উদ্দেশ্যে বুধবার স্কুলস্তরের সেমিনার হল। মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দিরে এই সেমিনারে অংশ নেয় ১৩টি স্কুলের ছাত্রছাত্রীরা। মনীষী পঞ্চানন বর্মার সমাজ সংস্কার আন্দোলন, কোচ রাজবংশের রাজত্ব, ব্রাহ্ম আন্দোলনের বিস্তার সহ নারীশিক্ষা একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীরাও আলোচনা করে। কোচবিহারের ইতিহাস নিয়ে বিদ্যালয়স্তরে এধরনের আলোচনা চক্র আয়োজন  উৎফুল্ল শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরাও।
সেমিনারের উদ্বোধন করেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল। তিনি বলেন, বিদ্যালয়স্তরে অনেক পড়ুয়া লেখালেখি করেন। তাদের সেই লেখা তুলে ধরা বা প্রকাশ করার কোনও জায়গা নেই। আমরা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। ইতিমধ্যে দু’টি সংখ্যা প্রকাশ করা হয়েছে। গতবছর দিনহাটা মহকুমায় এধরনের সেমিনার হয়েছিল। এবার মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দিরে সেমিনার হল। একইসঙ্গে সারাজীবন শিক্ষকতা করে কাটিয়ে দেওয়া অনেক শিক্ষক লেখালেখি করেন। তারাও সেই লেখা প্রকাশ করার সুযোগ পান না। আমরা এই সেমিনারে কোচবিহারের ইতিহাসের নানা দিক তুলে ধরেছি। এ নিয়ে সিলেবাসে অল্প কিছু বিষয় থাকে। ব্যাপকভাবে ছাত্রছাত্রীদের মাঝে কোচবিহারের ইতিহাসকে জানার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। 
সেমিনারে উপস্থিত ছিলেন কোচবিহারের ইতিহাসের গবেষক গিরিন্দ্রনাথ বর্মন, মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ লেখক, গবেষকরা। কোচবিহারের ইতিহাস নিয়ে আলোচনা করেন রাজর্ষী বিশ্বাস, গিরিন্দ্রনাথ বর্মন, মাথাভাঙা মহকুমা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মনোজকুমার মণ্ডল। সেমিনারের শুরুতে স্বাগত ভাষণ রাখেন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারি, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহশিক্ষিক তপনকুমার দে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা