শিল্প -বাণিজ্য

৭৬ হাজার ছুঁইছুঁই, শহরে ফের রেকর্ড গড়ল সোনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দর। তা এখন ৭৬ হাজার ছুঁইছুই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বুধবার ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যায় ৭৫ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার সেই দর ছিল ৭৫ হাজার ২০০ টাকা। ১০ গ্রাম পিছু ৬০০ টাকা বেড়ে ২২ ক্যারেট গয়না সোনার দরও পৌঁছায় ৭২ হাজার ৫০ টাকায়। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম পৌঁছে গিয়েছিল ৭৫ হাজার ৭০০ টাকায়। সেটিই ছিল শহরের সোনার সর্বোচ্চ দর। 
প্রায় চার বছর পর আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই বিশ্বজুড়ে একটু একটু করে বেড়ে চলেছে সোনার দর। তার প্রভাব এসে পড়েছে ভারতেও। সংবাদ সংস্থাসূত্রে খবর, দিল্লিতে ইতিমধ্যেই ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ৭৮ হাজারের দিকে এগতে শুরু করেছে। বুধবার সেখানে সোনার দর একদিনের তরফে ৯০০ টাকা বেড়ে ৭৭ হাজার ৮৫০ টাকা হয়েছে। সোনার সঙ্গে পাল্লা দিয়ে চড়েছে রুপোর দরও। এদিন কলকাতায় এক কেজি খুচরো রুপোর দাম পৌঁছেছে ৯০ হাজার ৯৫০ টাকা। অথচ মঙ্গলবারই সেই দর ছিল ৮৮ হাজার ৬০০ টাকা।  বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমেরিকার সুদ কমানোর জল্পনা শুরু হতেই একটু করে দাম বাড়তে শুরু করে হলুদ ধাতুর। সুদ কমানোর সিদ্ধান্ত হওয়ার পর তা অনেকটা বেড়ে যায়। ইতিমধ্যেই ফের জল্পনা শুরু হয়েছে, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলি ফের সুদের হার কমাবে। তার জেরে আবারও ‘সুরক্ষিত’ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়তে শুরু করেছে। তার জেরেই দাম বাড়ছে সোনার। মার্কিন ডলারের দাম পড়ে যাওয়াও এক্ষেত্রে অনুঘটের কাজ করছে, মনে করছেন অনেকেই। একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যেমন সোনা কেনায় আগ্রহ দেখাচ্ছে, তাতেও চাহিদা বাড়ছে। সঙ্গে রয়েছে বিশ্বজুড়ে আর্থ-রাজনৈতিক অস্থিরতা। তাই আগামী দিনেও সোনার দামবৃদ্ধির ধারা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 
 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা