শিল্প -বাণিজ্য

ফের ৭৫ হাজারের সীমা পেরিয়ে গেল সোনার দর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় সোনার দাম ফের ৭৫ হাজার টাকা পেরল। মঙ্গলবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ওঠে ৭৫ হাজার ২০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সোমবার ১০ গ্রাম এই সোনার দর ছিল ৭৪ হাজার ৮৫০ টাকা। একইসঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। মঙ্গলবার এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৭১ হাজার ৪৫০ টাকা। সামনেই উৎসবের মরশুম। তারপর শীতকাল জুড়ে বিয়ের লগনসা। স্বাভাবিকভাবেই এইসময় বহু মানুষ সোনা কিনবেন বলে মনস্থির করেছেন। কিন্তু দামের এতটা উল্লম্ফন চিন্তা বাড়িয়েছে তাঁদের। গত মে মাসের মাঝামাঝি সময়ে ৭৫ হাজার ৭০০ টাকা ছুঁয়ে শহরে সর্বকালীন রেকর্ড গড়ে সোনা। তারপর দামের দোলাচল চলছিল। এদিন ফের তা আরও চড়ল। 
এদিকে, জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট পেশের সময় সোনার উপর আমদানি শুল্ক ৯ শতাংশ কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। ফলে ওই শুল্ক ১৫ শতাংশ থেকে একধাপে নেমে আসে ৬ শতাংশে। তার ফলে এদেশে সোনার আমদানি একলপ্তে অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, গতমাসে দেশে সোনা আমদানি হয়েছে ১ হাজার ৬ কোটি মার্কিন ডলারের। গতবছর আগস্টে তা ছিল ৪৯৩ কোটি মার্কিন ডলার। অর্থাৎ অঙ্কের নিরিখে একই সময়ে দ্বিগুণেরও বেশি সোনা আমদানি হয়েছে দেশে।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা