দেশ

‘ফল ভুগতে হবে’, রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সপাট জবাব ভারতের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: আন্তর্জাতিক মঞ্চে ভারতকে খোঁচা দিতে গিয়ে ইটের পালটা পাটকেল খেতে হল পাকিস্তানকে। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে রাষ্ট্রসংঘে একেবারে নাক কাটা গেল শাহবাজ শরিফদের। চোখা-চোখা বাক্য বাণে ইউএন-এর মঞ্চে পাকিস্তানকে আক্রমণ শানালেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলানন্দন।
তিনি বলেন, ‘আমরা এমন একটা দেশকে নিয়ে আলোচনা করছি, যেটি পরিচালিত হয় সেনাদের দ্বারা। আর এটি এমন একটি দেশ, যা সারা বিশ্বে জঙ্গি হামলার জন্যই পরিচিত। বিশ্বের সব জঙ্গি হামলাতেই এই দেশের হাতের ছাপ পাওয়া যায়।’ পাশাপাশি ভারতেও ২০০১ সালের সংসদ ভবনে হামলা থেকে শুরু করে ২০০৮-এর মুম্বই হামলাতেও যে পাকিস্তানি মদতের সুস্পষ্ট ছাপ পাওয়া গিয়েছিল, তাও এদিন পাকিস্তানকে স্মরণ করিয়ে দিলেন ভাবিকা।
পাকিস্তানকে কড়া জবাব দিতে গিয়ে ভারতীয় প্রতিনিধি বলেন, ‘যে দেশের সন্ত্রাসবাদের কথা সারা বিশ্ব জানে, তারা ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের দেশকে আক্রমণ করার কথা ভাবে কী করে?’ পাশাপাশি, সন্ত্রাসবাদ বৃদ্ধিতে এমনভাবে মদত দিতে থাকলে তার ফলও যে ভুগতে হবে, তা নিয়েও পাকিস্তানকে সতর্ক করেছেন ভাবিকা।
উল্লেখ্য, এর আগে নিজেদেরকে মহান প্রমাণ করতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ভারতের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত করা এবং কাশ্মীর সম্পর্কে পারস্পরিক বোঝাপড়ার প্রস্তাব ভারতের তরফে উড়িয়ে দেওয়া হয় বলে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সওয়াল করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিন তারই প্রত্যুত্তর দিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভাবিকা মঙ্গলানন্দন।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা