দেশ

নমামি গঙ্গের বাস্তবায়নে ফেল উত্তরপ্রদেশ, বিহার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার নমামি গঙ্গে প্রকল্পের বাস্তবায়ন নিয়েও চাপে পড়ছে কেন্দ্রের মোদি সরকার। গত ৩১ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নমামি গঙ্গে প্রকল্প সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে জলশক্তি মন্ত্রক। আর সেই রিপোর্টে দেখা যাচ্ছে, নমামি গঙ্গের আওতায় থাকা নিকাশি পরিকাঠামো সংক্রান্ত মোট প্রকল্পের সংখ্যা সারা দেশে ২০৪টি। কিন্তু তার মধ্যে মাত্র ১২৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অর্থাৎ, এক্ষেত্রে এখনও পর্যন্ত বাকি রয়েছে মোট প্রকল্পের প্রায় অর্ধেকের বাস্তবায়ন। 
সারা দেশের মধ্যে এ সংক্রান্ত প্রকল্প সবথেকে বেশি রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। অথচ ওই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যেই প্রকল্পের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। যোগীরাজ্যে এখনও নমামি গঙ্গের আওতাভুক্ত নিকাশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের কাজ বাকি রয়েছে প্রায় ৪০ শতাংশ। জলশক্তি মন্ত্রকের সংশ্লিষ্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, নিকাশি পরিকাঠামোর বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণে তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে হিমাচলপ্রদেশ, হরিয়ানা, দিল্লির মতো রাজ্য। 
এই মুহূর্তে সারা দেশের মোট ১০টি রাজ্যে নমামি গঙ্গের অধীনে নিকাশি পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্প প্রাপ্তির নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। ৭২টি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরাখণ্ড (৪২টি) এবং বিহার (৩৮টি)। রিপোর্ট থেকেই ইঙ্গিত মিলেছে, যে রাজ্যের হাতে যত বেশি প্রকল্প, সেখানে প্রকল্প বাস্তবায়নের গতি ততই শ্লথ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম উত্তরাখণ্ড। ওই রাজ্যে এ সংক্রান্ত ৮৫ শতাংশ কাজই রূপায়িত হয়ে গিয়েছে। প্রকল্প প্রাপ্তির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে থাকা বিহারে কাজ হয়েছে মাত্র ৪২ শতাংশ। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা