খেলা

অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য কামিংসদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেন সিটির কান্তিরাভা স্টেডিয়াম মোহন বাগানের মৃগয়াক্ষেত্র। ২০১৫ সালে প্রথম আই লিগ জয়ও বেঙ্গালুরুতে। গত আইএসএলে এই মাঠে  প্রতিপক্ষের উপর রোলার চালিয়ে দেন সাদিকু, পেত্রাতোসরা। প্রতিপক্ষের ডেরায় গুরপ্রীতদের ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে হাবাস ব্রিগেড। শনিবার সন্ধ্যায় ফের পরিচিত প্রতিপক্ষের মুখোমুখি পালতোলা নৌকা। অ্যাওয়ে ম্যাচ হলেও তিন পয়েন্টই চান হোসে মোলিনা। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ফুটবলারদের উপর বিশ্বাস আছে। মাঠে নামতে ওরা মুখিয়ে।’ এর তিনদিন বাদে এশিয়ান চ্যাম্পিয়ান্স লিগ টু’তে ইরানের ট্রাক্টর এফসি’র বিরুদ্ধে নামবে মোহন বাগান। টানা সূচিতে মেজাজ বিগড়েছে মোলিনার। এনিয়ে কলকাতায় ক্ষোভ উগরে দেন তিনি। তবে গার্ডেন সিটিতে পা রেখে তাঁর ফোকাসে শুধুই তিন পয়েন্ট। অজি তারকা পেত্রাতোসের মন্তব্য, ‘লক্ষ্যভেদ করতে পারলে ভালো লাগবে। দলের জয়ে নিজের অবদান রাখতে চাই।’ 
চলতি মরশুমে ডুরান্ড কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হয় দুই দল। বিশাল কাইথের চওড়া গ্লাভসে ফাইনালের টিকিট পায় সবুজ-মেরুন ব্রিগেড। দু’গোলে পিছিয়েও আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচে ফেরেন সাহালরা। চাপের মুখে বেঙ্গালুরু রক্ষণের বেহাল দশা মোলিনার নজর এড়ায়নি। শনিবার প্রতিপক্ষকে ঘাড়ে চাপতে দিতে নারাজ তিনি। বরং গতি আর পাসিং ফুটবলে দ্রুত দুর্গে ফাটল ধরানোই লক্ষ্য। মোলিনার হাতে লিস্টন, মনবীরের মতো উইং হাফ রয়েছেন। মাঝমাঠের ইঞ্জিন গ্রেগ স্টুয়ার্টও তৈরি। গোলমেশিন কামিংস ‘ফক্স ইন দ্য বক্স’। স্পেস পেলে ম্যাচের রং বদলে দিতে পারেন। জেমি ম্যাকলারেন সদ্য মাঠে নেমেছেন। আরও বেশি ম্যাচ টাইম পাবেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, আক্রমণের যা বৈচিত্র্য তাতে গোল পেতে সমস্যা হবে না। বরং দুর্গ অটুট রাখাই মোহন বাগানের চ্যালেঞ্জ। চোটের কারণে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তোকে পাচ্ছে না দল। ওই জায়গায় খেলবেন আলড্রেড। অন্যদিকে আইএসএলে নথিভুক্ত না হলেও দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ডিফেন্ডার নুনো রেইজকে।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা