খেলা

এফসি গোয়াকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্ট বেঙ্গল

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ঝমঝমে বৃষ্টিতে ভিজছে কলকাতা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও যুবভারতীতে ইস্ট বেঙ্গলের অনুশীলনে হাজির হাতে গোনা অনুরাগী। এক সমর্থক মোবাইলে ওয়ার্ম-আপের ভিডিও তুলতেই রে রে করে তেড়ে এলেন বাউন্সার। প্রায় খেদিয়ে দিলেন তাদের। ম্যাচের আগে ছবি তোলায় কড়া নিষেধাজ্ঞা টিম ম্যানেজমেন্টের। হাতের তাস প্রতিপক্ষকে দেখাতে নারাজ কার্লেস কুয়াদ্রাত। তবে এই পারফরম্যান্সের জন্য ক্লোজড ডোর অনুশীলনের দরকার পড়ে না। এসিএল টু’এর বাছাই পর্ব, ডুরান্ড কাপের পর আইএসএলের প্রথম দুই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে মশালবাহিনী। সবমিলিয়ে টানা চার ম্যাচে হেরে প্রবল চাপে ক্লেটনদের কোচ। এমনকী, তাঁকে বরখাস্ত করার দাবিও জোরালো হচ্ছে। এমন আগুনে পরিস্থিতিতে শুক্রবার আইএসএলে ফের মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। ম্যাচের আগে কোচ কুয়াদ্রাতের মন্তব্য, ‘না জিতলে চাপ তৈরি হবেই। পৃথিবীর সব বড় দলের ক্ষেত্রে এটা হয়। পুরো পয়েন্ট পেতেই হবে।’ কোচের পাশে বসে ফরাসি মিডিও মাধি তালাল বললেন, ‘আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। সমর্থকদের সামনে নিজেদের উজাড় করে দিতে হবে।’ ফুটবলারদের তাগিদ এই দলের একমাত্র সিলভার লাইন।
প্রথম দু’টি ম্যাচেই হারের মুখ দেখেছে ইস্ট বেঙ্গল। লিগ টেবিলে ১২ নম্বরে রয়েছেন ক্লেটনরা। তাই ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া কুয়াদ্রাত। ফুটবলারদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে দফায় দফায় বৈঠকও করছেন। কিন্তু পরিস্থিতি বেশ কঠিন। কার্ড ও চোট সমস্যায় জেরবার স্প্যানিশ কোচ। দিয়ামানতাকোস আর রাকিপ আগেই ছিটকে গিয়েছেন। চোট যাতে না বাড়ে তাই বিশ্রামে রাখা হচ্ছে গ্রিসের স্ট্রাইকারকে। সাউল ক্রেসপোর জ্বর নিয়ে মুখে কুলুপ থিঙ্কট্যাঙ্কের। সূত্রের খবর, ডেঙ্গুতে আক্রান্ত তিনি। টিম মিটিং সেরেই হোটেলে ফিরলেন স্প্যানিশ মিডিও। সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাতের দাবি, ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলে ক্রেসপোকে স্কোয়াডে রাখার কথা ভাববেন। উইং ব্যাক প্রভাত লাকরা কবে ফিট হবেন কেউ জানে না। বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখেন লালচুংনুঙ্গা। এসব ক্ষেত্রে এক ম্যাচ নির্বাসন হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে রেফারিকে গালিগালাজের অভিযোগ রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটি গোয়ার বিরুদ্ধে সাসপেন্ড করেছে তাঁকে। ফলে রক্ষণ সাজাতে মাথায় হাত কুয়াদ্রাতের। ৩-৫-২ ফর্মেশনে খেললে আনোয়ার, ইউস্তের সঙ্গী হবেন হিজাজি। চার ডিফেন্ডারের ফর্মুলায় গুরসিমরাত বা শৌভিক ছাড়া তেমন অপশন নেই। স্ট্রাইকারে ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা দলের ভরসা। প্রতিপক্ষ গোয়াও ভালো জায়গায় নেই। জামশেদপুরের কাছে হারের পর মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষলগ্নে সাদিকুর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ইস্ট বেঙ্গলের মশাল নিভিয়ে ঘুরে দাঁড়াতে চান কোচ মানোলো মার্কুয়েজ। 
ম্যাচের কিক-অফ সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা