খেলা

অসুস্থ ‘টাইগার’ রবিকে ঘিরে বিতর্ক

কানপুর: ‘টাইগার’ সেজে মাঠে আসার জন্যই পরিচিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমী রবি। লাইভ ক্যামেরায় বাংলাদেশের পতাকা হাতে নিয়মিত দেখা যায় তাঁকে। সেই রবিই শুক্রবার গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। মিডিয়াকে প্রাথমিকভাবে রবি জানান যে, ভারতীয় সমর্থকরা তাঁর তলপেটে ঘুসি মেরেছেন। পরে পুলিসের অ্যাডিশনাল কমিশনার হরিশ চন্দ্র সংবাদ সংস্থাকে বলেন, ‘শ্বাসকষ্ট হচ্ছিল ওই সমর্থকের। সেই সময় এক কনস্টেবলের চোখে পড়েন। কিছুক্ষণের মধ্যে জ্ঞানও হারান। তবে এখন উনি ঠিক আছেন।’ পরে এক ভিডিও ক্লিপে রবি অবশ্য তাঁকে মারার কথা বলেননি। তাঁর কথায়, ‘অসুস্থ বোধ করছিলাম। তখনই পুলিস আমাকে হাসপাতালে নিয়ে আসে। তবে এখন অনেকটাই ভালো বোধ করছি।’ রবির নিগৃহীত হওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে এসিপি (কল্যানপুর) অভিষেক পাণ্ডে বলেছেন, ‘ভিত্তিহীন খবর প্রচারিত হয়েছে। এমন কোনও কিছুই ঘটেনি।’ উল্লেখ্য, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রবি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ম্যাচ চলাকালীন তাঁকে হেনস্থার ষড়যন্ত্র চলছে। ফলে তাঁর অসুস্থতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা