খেলা

সূচি নিয়ে অসন্তুষ্ট মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমে মোহন বাগান সুপার জায়ান্টের লিগ-শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন দিমিত্রি পেত্রাতোস। ১০টি গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে। চলতি মরশুমে অবশ্য এখনও চেনা ছন্দের ধারেকাছে নেই অজি তারকা। একইসঙ্গে তাঁর ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন। পেত্রাতোস অবশ্য এসব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, ‘মরশুম সবে শুরু। প্রতি ম্যাচে সেরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। গোল করলে ভালো লাগে। তবে ব্যক্তিগত পারফরম্যান্স আমার কাছে খুব একটা গুরুত্ব রাখে না। বরং দিনের শেষে জয় নিয়ে মাঠ ছাড়াটাই প্রধান লক্ষ্য। তার জন্য অবদান রাখতে পারলে তা অনেক বেশি তৃপ্তি দেয়।’
ভারতীয় ফুটবলে প্রথম মরশুমে কার্যত একার কাঁধে মোহন বাগানকে টেনে ছিলেন পেত্রাতোস। তবে গতবার জেসন কামিংস যোগ দেওয়ার কিছুটা হলেও তাঁর কাজটা সহজ হয়েছে। এবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন জেমি ম্যাকলারেন। মোহন বাগান আপফ্রন্টে এই তিন অজি ফুটবলারের উপস্থিতি যে কোনও ডিফেন্সের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ম্যাকলারেন অবশ্য এখনও পুরো ম্যাচ ফিট নন। গত ম্যাচে মাত্র ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। পেত্রাতোস অবশ্য স্বদেশীয় তারকা স্ট্রাইকারের উপর পূর্ণ আস্থা রাখছেন।
এদিকে, মরশুমের শুরুতেই ঠাসা সূচি নিয়ে অসন্তুষ্ট মোহন বাগান কোচ হোসে মোলিনা। উল্লেখ্য, শনিবার এবারের লিগে প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবেন দিমিত্রি-কামিংসরা। তিনদিন বাদে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-টু’তে ইরানের মাটিতে ট্রাক্টর এফসি’র বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান। আর দেশে ফিরেই ৫ অক্টোবর তাদের খেলতে হবে মিনি ডার্বি। আটদিনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন সবুজ-মেরুন কোচ। তাঁর কথায়, ‘এসিএল-টু’তে ভারতীয় ফুটবলকে প্রতিনিধিত্ব করবে মোহন বাগান। তাই লিগ কমিটির সেটা মাথা রেখেই সূচি নির্ধারণ করা উচিত। ২ অক্টোবর ম্যাচ খেলে আমাদের কলকাতায় ফিরতে ৪ তারিখ হয়ে যাবে। পরের দিনই মাঠে নামাটা মোটেই মুখের কথা নয়। অন্তত এই ম্যাচটা ৬ অক্টোবর হলে ভালো হতো।’
চোটের কারণে শেষ দু’টি ম্যাচে দলে ছিলেন না অ্যালবার্তো রডরিগেজ। বেঙ্গালুরু ম্যাচেও এই স্প্যানিশ ডিফেন্ডারকে পাওয়া যাবে না বলেই জানালেন বাগান কোচ। তবে নর্থইস্টের বিরুদ্ধে দল দু’গোল হজম করলেও, সুনীলদের বিরুদ্ধে আরও একবার শুভাশিস-আলড্রেডদের উপরই আস্থা রাখছেন মোলিনা।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা