রাজ্য

ফের নিম্নচাপ! পুজোর মধ্যেই বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর দিনগুলিতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্রবার এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত আবহাওয়ার যা মতিগতি, তাতে ১০ অক্টোবর অর্থাৎ সপ্তমীর আগে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক বেশি হবে। সপ্তমী থেকে একাদশী অর্থাৎ ১৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৬ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। পুজোর দিনগুলির জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ১০ থেকে ১৩ অক্টোবর রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘পুজোর দিনগুলির জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে ৩ অক্টোবর।’ 
এদিকে, শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মাত্রা বৃহস্পতিবারের তুলনায় কম ছিল। আজ, শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমবে বলে জানানো হয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না বলেই আশা করা হচ্ছে। তবে মহালয়ার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা ফের বাড়তে পারে। আজ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের তিন জেলা— দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা