রাজ্য

থ্রেট কালচার নিয়ে চরম উদ্বিগ্ন হাইকোর্ট! রাজ্যের রিপোর্ট তলব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের পর রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে ‘হুমকি সংস্কৃতি’ বা ‘থ্রেট কালচার’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল খোদ কলকাতা হাইকোর্ট। হাসপাতাল গুলিতে চলতে থাকা থ্রেট কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব-সহ পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি, বদলি, যৌন হেনস্তা সহ একাধিক অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির পর্যবেক্ষণ—‘অত্যন্ত গুরুতর অভিযোগ। যার একটিরও সত্যতা থাকলে, তা মারাত্মক।’ 
জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন চিকিৎসক অর্চিষ্মান ভট্টাচার্য ও এক সমাজকর্মী। সমস্ত অভিযোগে পেক্ষিতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত দাবি করা হয়েছে মামলায়। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলাকালীন রীতিমত উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে প্রধান বিচারপতিকে। তিনি বলেন, ‘অভিযোগ গুরুতর। উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজের এক আরএমও, সার্জেন, হাউস স্টাফ সহ মোট চারজনকে বরখাস্ত করা হয়েছে। প্রিন্সিপালের রিপোর্টে তার উল্লেখ রয়েছে।’ এছাড়াও উঠে এসেছে বিরুপাক্ষ বিশ্বাসের বদলির প্রসঙ্গও। প্রধান বিচারপতি বলেন, বর্ধমান মেডিকেল কলেজের এক চিকিৎসককে কাকদ্বীপে বদলি করা হয়েছে। মালদহ মেডিকেল কলেজেও একই অবস্থা। ভয়ে অনেকে বাড়ি চলে গিয়েছেন। চরম বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘একজন মহিলা চিকিৎসক বলছেন,  নিরাপত্তার জন্য তাঁকে তাঁর বাবা ছুরি দিয়ে হাসপাতালে পাঠাচ্ছেন! অন্য মহিলা চিকিৎসক আবার পিপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। এটা চরম বিস্ময়কর। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্ন ভাবে দুর্ব্যবহারের শিকার হন।’  
এই মামলায় অ্যাডভোকেট জেনারেলের উপস্থিতি প্রয়োজন বলে মনে করেছে আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট  জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। যে অভিযোগ করা হয়েছে তা গুরুতর। এই অভিযোগগুলির মধ্যে একটিও যদি সত্যি হয়, তা মারাত্মক।’ অভিযোগের প্রেক্ষিতে আপাতত রাজ্যের কাছে হলফনামা তলব করেছে বেঞ্চ।  ২১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা