দেশ

সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল লোকায়ুক্ত পুলিস

বেঙ্গালুরু: আরও চাপে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটির (মুডা) জমি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে শুক্রবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কর্ণাটক লোকায়ুক্ত পুলিস। দিন দুই আগে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিসকে তদন্ত এবং তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। এদিন লোকায়ুক্তর তরফে এফআইআরে সিদ্ধারামাইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং দেবরাজ নামে এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সিদ্ধারামাইয়ার স্ত্রীর নামে বেআইনিভাবে ১৪টি প্লট বরাদ্দ করেছিল মুডা। যার বাজারমূল্য আনুমানিক ৫৬ কোটি টাকা। এদিন সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএসের সভাপতি এইচ ডি কুমারস্বামী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় তাঁর পদত্যাগ করা উচিত। যদিও তাঁর দাবি উড়িয়ে দিয়েছেন সিদ্ধারামাইয়া। জেডিএস সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে সিদ্ধারামাইয়া বলেন, আমি কেন পদত্যাগ করব? কুমারস্বামী বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছিল, তিনি তো পদত্যাগ করেননি। তিনি এখন জামিনে মুক্ত এবং নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার সদস্য। গত বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে বিজেপি ও জেডিএস কর্ণাটকে ‘অপারেশন লোটাস’-এর চেষ্টা চালাচ্ছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাব। জেডিএসের শরিক দল বিজেপিও একই দাবিতে পথে নেমেছে। তবে সিদ্ধারামাইয়ার পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও চার্জশিট পেশ হয়নি। এমনকী তিনি দোষী সাব্যস্তও হননি। তাঁর পদত্যাগের প্রশ্নই নেই। একইসঙ্গে কংগ্রেস সভাপতির প্রশ্ন, গোধরা কাণ্ডে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি কি পদত্যাগ করেছিলেন? এমনকী তখন অমিত শাহের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি পদত্যাগ করেননি। -ফাইল চিত্র
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা