দেশ

দিল্লি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেসের ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি এবং সঙ্ঘ পরিবারের নেতাকর্মীদেরই ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এ নির্বাচন কতটা স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় আছে। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগেই এ অভিযোগে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এদিন রাত পর্যন্ত চলা ভোটদান প্রক্রিয়ায় একটি বিষয় ক্রমশই স্পষ্ট হয়েছে। তা হল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে সম্পূর্ণ ব্যর্থ বামেরা। এ বছর এসএফআই এবং আইসা জোটবদ্ধ হয়ে ছাত্র সংসদের ভোটে লড়াই করছে। কিন্তু রাজনৈতিক মহলের দাবি, নির্বাচনে তা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এবারেও মূল লড়াই হচ্ছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি এবং কংগ্রেসের এনএসইউআইয়ের মধ্যে। 
এদিন বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসেই ভোট পরিচালকদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে এনএসইউআই। ছাত্র সংসদের যুগ্ম-সম্পাদক পদের প্রার্থী এনএসইউআইয়ের লোকেশ চৌধুরী এবং ভোট পরিচালকদের অন্যতম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরিন্দম ঝায়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডাও হয়। কংগ্রেস অভিযোগ করেছে, অবৈধভাবে গেরুয়া শিবিরের ভোট পাইয়ে দিচ্ছেন পরিচালকরা। এদিন বামেরা অভিযোগ করেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ কার্যত ঘিরে রেখেছে বিদ্যার্থী পরিষদ। পড়ুয়াদের বাধ্য করা হচ্ছে এবিভিপিকে ভোট দেওয়ার জন্য। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাবি করেছে, এ বছর গতবারের থেকেও ভালো ফল করবে তারা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভোটদানের লাইন। -পিটিআই
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা