দেশ

অগ্নিবীর নিয়ে প্রতিশ্রুতি শাহের, বিপাকে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্প নিয়ে জেরবার কেন্দ্র। বিপদে বিজেপি। সামরিক বাহিনীতে চার বছর চাকরি করার পর অগ্নিবীরদের ভবিষ্যৎ কী? বিরোধীরা তো বটেই, সরকারের শরিক দলগুলিও বারবার এই প্রশ্ন তুলেছে। কোণঠাসা মোদি সরকার আগেই ঘোষণা করেছে সামরিক বাহিনীর মধ্যেই ১০ শতাংশ নিয়োগের সংরক্ষণ থাকবে অগ্নিবীরদের জন্য। কিন্তু তাতে ক্ষোভ কমেনি। এরপর বিজেপি শাসিত রাজ্যগুলিকে বলা হয় সরকারি চাকরি, পুলিশ, নিরাপত্তা বাহিনীতে একইভাবে অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করতে। বিজেপি গত সপ্তাহেই হরিয়ানার নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছিল যে, সরকারি দপ্তরে অগ্নিবীরদের জন্য থাকবে সংরক্ষণের ব্যবস্থা। কিন্তু হরিয়ানার প্রচারে গিয়ে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, একজনও অগ্নিবীরও অবসরের পর ফিরে এসে বেকার থাকবে না। প্রত্যেকেই এমন চাকরি পাবে যার বেতনও আছে এবং পেনশনও থাকবে। অমিত শাহ এই প্রতিশ্রুতি দিলেও আদতে একটি রাজ্যের জন্য কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করতে পারেন? প্রশ্ন করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের হরিয়ানাকে এই উপহার দিচ্ছেন কেন? কেন্দ্রীয় সরকারকেও একই প্রতিশ্রুতি দিতে হবে। বিরোধীদের দাবি, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সর্বত্র অগ্নিবীরদের নিয়োগ হয়েছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এবার দেশের সব রাজ্যেই যাতে অগ্নিবীররা চাকরি পায় সেই ব্যবস্থা করা। কারণ একমাত্র বিজেপি শাসিত রাজ্য হলেই অগ্নিবীরদের ভবিষ্যৎ নিশ্চিন্ত, নচেৎ নয়— এই বার্তা অগ্নিবীরদের মধ্যে হতাশা তৈরি  করবে। বস্তুত স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে, এরপর কি এই একই ঘোষণা দেশের জন্যও প্রযোজ্য হবে? 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা