রাজ্য

মাতৃরূপেণ...। নদীয়ার শান্তিপুরে তোলা নিজস্ব চিত্র।

আজই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি, ঘরের কাছে ফিরতে নিচু ক্লাসে পড়াতেও আগ্রহী দশম-দ্বাদশের একাধিক শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের পরে বেকারদের পাশাপাশি মুখে হাসি ফুটেছে বেশকিছু কর্মরত শিক্ষকেরও। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকরাও আশায় বুক বাঁধছেন। এর প্রধান কারণ, বেতনে কাটছাঁট হলেও বাড়ির কাছাকাছি বদলি পাবেন তাঁরা। আর দ্বিতীয়ত, মিলবে আইনি ঝামেলা থেকে মুক্তি। ওয়াকিবহল মহল সূত্রের খবর, বুধবার প্রকাশিত উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় বেশকিছু কর্মরত শিক্ষকও রয়েছেন। তাঁরা নতুন স্কুলে যোগ দিতেই ইচ্ছুক। প্রসঙ্গত, আজই প্রকাশিত হচ্ছে প্রথম দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ। ৩ এবং ৪ অক্টোবর বাংলা ছাড়া অন্য মাধ্যমের বিষয়গুলির কাউন্সেলিং হবে। পুজোর পরে স্কুল খুললে অন্য মাধ্যমের কাউন্সেলিং হবে ২৩ অক্টোবর থেকেও। ভাইফোঁটার পরে শুরু হবে বাংলা মাধ্যমের কাউন্সেলিং।
নন্দীগ্রাম সার্কেলের একটি স্কুলের ইংরেজি পাশ গ্রুপের শিক্ষিকা শিপ্রা দাসের নাম উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় প্রথম দিকে রয়েছে। পূর্ব বর্ধমানের এই বাসিন্দা পরে থাকা (নন-জয়েনিং) পদে যোগ দিয়েছিলেন। তাই স্কুল বেছে নিতে পারেননি। তবে, এবার তাঁর বিয়ে হয়েছে মালদহ জেলায়। ফলে, দীর্ঘ যাত্রার ধকল এড়াতে আবেদন করেছিলেন উচ্চ প্রাথমিকে। পাশ গ্র্যাজুয়েট পোস্ট এবং উচ্চ প্রাথমিক পদের বেতনক্রম এক হওয়ায় এসসসি তাঁকে ইন্টারভিউয়ে ডাকেনি। হাইকোর্টের রায় নিয়ে শেষ পর্যন্ত তিনি ইন্টারভিউয়ে ডাক পান। আর যথারীতি ভালো ফলও হয় তাঁর। শিপ্রা দেবী জানান, পছন্দসই স্কুল পেলে তিনি অবশ্যই বেতনের কথা চিন্তা না করে আগের চাকরি ছেড়ে আসবেন। আর সরকার যদি সার্ভিস কন্টিনিউয়েশন দিয়ে সমস্ত আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে, সেটা হবে তাঁর জন্য বাড়তি পাওনা। চারটি জেলা টপকে মাধ্যমিক স্কুলে পড়াতে যান মামন সাহা। এই তালিকায় তাঁর নাম বেশ উপর দিকেই রয়েছে। তিনিও নয়া কাউন্সেলিংয়ের দিকে তাকিয়ে আছেন। এক শিক্ষক বলেন, ‘আগে দূরত্বের জন্য উচ্চ প্রাথমিকে আবেদন করেছিলাম। তবে, এবার দূরত্বটা আর সমস্যা নয়। আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে নতুন করেই কোথাও জয়েন করতে চাই।’ প্রসঙ্গত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের হাজার হাজার শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের রায়ের উপরে ঝুলে রয়েছে। সেই অনিশ্চয়তা কাটাতে তাঁরা নিচু ক্লাসেও পড়াতে রাজি।
17h 17m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা