খেলা

বৃষ্টিবিঘ্নিত দিনে নজর কাড়লেন আকাশ দীপ

কানপুর: পূর্বাভাস মিলে গেল। বৃষ্টির জেরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হল মাত্র ৩৫ ওভার। রাতভর বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায় খেলা শুরু হয়েছিল দেরিতে। টসই হয় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পরে। আর লাঞ্চের পর তো ৯ ওভারের বেশি খেলা গড়াল না। গ্রিন পার্কে ভরদুপুরেই ঘনাল অন্ধকার। আম্পায়ররা স্টাম্পের বেল নামিয়ে রাখার সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭। ক্রিজে আছেন মোমিনুল হক (৪০) ও মুশফিকুর রহিম (৬)। ভারতের হয়ে উইকেট নেন আকাশ দীপ (২-৩৪) ও রবিচন্দ্রন অশ্বিন (১-২২)।
মেঘলা কন্ডিশনের কথা মাথায় রেখে তিন সিমার দলে রেখেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে ঘরের মাঠেও প্রথম এগারোয় জায়গা হয়নি স্পিনার কুলদীপ যাদবের। চেন্নাই টেস্টের দলই অপরিবর্তিত রাখা হয়। বাংলাদেশ অবশ্য তিন স্পিনারে দল সাজায়। পিচের বাড়তি ঘাস টস জিতে ফিল্ডিং নিতে প্রভাবিত করে রোহিতকে। ২০১৫ সালের পর এই প্রথম ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।
টস হেরে ব্যাট করতে নেমে পদ্মাপাড়ের দলের প্রথম উইকেট পড়ে ২৬ রানে। আকাশ দীপের বলে গালিতে খোঁচা দেন জাকির হোসেন। দুরন্ত ক্ষিপ্রতায় তা তালুবন্দি করেন যশস্বী জয়সওয়াল। কিছুক্ষণের মধ্যেই ফেরেন শাদমান ইসলাম। এবারও আঘাত হানেন আকাশ দীপ। তাঁর বলে এলবিডব্লু হন শাদমান। সিরিজের উভয় টেস্টেই নতুন বলে নজর কাড়লেন বাংলার পেসার আকাশ। তৃতীয় উইকেটে মূল্যবান ৫১ রান যোগ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল। বিশেষ করে আক্রমণাত্মক ছিলেন নাজমুল। লাঞ্চের পর তাঁকে ফেরান অশ্বিন। এরপর মোমিনুল ও মুশফিকুর কোনও রকমে আটকে রাখেন পতন। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের বলে রীতিমতো নাস্তানাবুদ হলেও উইকেট দেননি তাঁরা। কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। খেলা আর শুরু হয়নি। বিকেল তিনটে নাগাদ এদিনের মতো খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
স্কোরবোর্ড: বাংলাদেশ (১ম ইনিংস)- জাকির ক যশস্বী বো আকাশ ০, শাদমান এলবিডব্লু বো আকাশ ২৪, মোমিনুল ব্যাটিং ৪০, নাজমুল এলবিডব্লু বো অশ্বিন ৩১, মুশফিকুর ব্যাটিং ৬, অতিরিক্ত ৬। মোট ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭। উইকেট পতন: ১-২৬, ২-২৯, ৩-৮০। বোলিং: বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা