খেলা

কানপুর টেস্ট: একটা বলও গড়াল না, বাতিল হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা

কানপুর, ২৮ সেপ্টেম্বর: বৃষ্টিই ভিলেন! ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও আবহাওয়ার কোনও উন্নতি তো হয়ই নি। বরং আরও অবনতি হল। তার জেরে ভেস্তেই গেল দ্বিতীয় দিনের খেলা। গতকাল প্রথমদিন তবু কোনওরকমে ৩৫ ওভার খেলা হয়েছিল। বৃষ্টির কারণে এদিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। আবার লাঞ্চের পরেও খেলা শুরু করতে মিনিট ১৫ দেরি হয়। যদিও তা বেশিক্ষণ চালানো যায়নি। মাত্র ৯ ওভার খেলার পরই কম আলো ও বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয় চা-পানের বিরতির বহু আগেই। এরপর আজ শনিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হওয়ায় টেস্টের দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ে খেলা শুরুই করা যায়নি। কারণ বৃষ্টির জন্য সারারাতই গোটা মাঠ ঢাকা দেওয়া ছিল। সকাল থেকে একবারের জন্যও কভার তোলা যায়নি। ফলে সকাল সকাল বিসিসিআইয়ের তরফে জানিয়েই দেওয়া হয় যে, দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হবে না। এদিকে, দু’ দলের ক্রিকেটাররাই ড্রেসিং রুমে মেতে উঠলেন আড্ডায়। তবু আশা ছিল দিনের বাকি সময়টা কিছুটা হলেও খেলা গড়াবে। কিন্তু সব আশায় জল ঢেলে এদিন চা-পানের বিরতির অনেক আগেই জানিয়ে দেওয়া হল আজ খেলা শুরু সম্ভবই নয়। তাই শেষ পর্যন্ত একটা বলও না খেলে খেলোয়াড়দের হোটেলেই ফিরে যেতে হল। তাই স্কোর গতকাল যা ছিল তাই, বাংলাদেশ ১০৭/৩।
আগমীকাল রবিবারও কানপুরের আয়োজকেরা নিশ্চিত থাকতে পারবেন না। কারণ কালও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলেই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কাল বিকালের পর থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা হাওয়া অফিসের। আগামী সোমবার এবং মঙ্গলবার, অর্থাৎ ম্যাচের শেষ দুদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। তাই ওই দিনগুলিতে পুরো খেলা হবে বলেই আশা করা হচ্ছে।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা