শিল্প -বাণিজ্য

যাত্রীবাহী যানের বিক্রি কিছুটা মার খেলেও চাঙ্গা দু’চাকা গাড়ির বাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ি বাজারে মান রাখল বাইক বা স্কুটারের মতো দু’চাকা গাড়ি। আগস্টেও কিছুটা কমে গেল যাত্রীবাহী গাড়ির বাজার। জুলাইতেও ভালো যায়নি এই বাজার। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন উৎসবের মরশুমে পরিস্থিতি বদলাবে।
২০২৩ সালের আগস্ট মাসের সঙ্গে এ বছর গত মাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য তথ্য প্রকাশ করেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির কারখানা থেকে যে সংখ্যক গাড়ি ডিলারের শোরুমে এসেছে, তার ভিত্তিতেই ওই রিপোর্ট প্রকাশ করেছে তারা। সিয়াম জানিয়েছে, ২০২৩ সালের আগস্টে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছিল প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার। গত মাসে তা ১.৮ শতাংশ কমে হয় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার। তবে ওই সময়ের নিরিখে ৯.৩ শতাংশ বাজার বেড়েছে দু’চাকা গাড়ির। যেখানে ২০২৩ সালের আগস্টে দেশে স্কুটার, বাইক ও মপেড মিলিয়ে প্রায় ১৫ লক্ষ ৬৭ হাজার গাড়ি বিক্রি হয়েছিল, এবার আগস্টে তা বেড়ে প্রায় ১৭ লক্ষ ১২ হাজারে পৌঁছেছে। গত মাসে সবচেয়ে বেশি বাজার পেয়েছে বাইক। আগস্টে মোট ১০ লক্ষ ৬১ হাজার বাইক বিক্রি হয়েছে দেশে। এক বছর আগের নিরিখে বিক্রি বেড়েছে আট শতাংশ। একই সঙ্গে বেড়েছে তিন চাকা গাড়ির বাজারও। গত মাসে তিন চাকা গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৭০ হাজার। বিক্রি বৃদ্ধির হার ৭.৭ শতাংশ।
সিয়াম কর্তারা বলছেন, গাড়ি সংস্থাগুলি কম সংখ্যক গাড়ি পাঠিয়েছে ডিলারদের কাছে। তার প্রভাব পড়েছে রিপোর্টে। তবে পরিস্থিতি আগামী দিনে ভালো হবে বলেই আশা প্রকাশ করেছেন তাঁরা। ভালো বর্ষা এবং উৎসব মরশুম গাড়ির বাজার চাঙ্গা করবে বলে দাবি করেছেন তাঁরা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক গাড়ি বিক্রির উপর জোর দিচ্ছে। আনা হয়েছে একাধিক সরকারি প্রকল্পও। পিএম ই-ড্রাইভ এবং পিএম ই-বাস সেবা প্রকল্পগুলি সামগ্রিকভাবে বাজার বাড়াবে বলে আশাবাদী তাঁরা।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা