শিল্প -বাণিজ্য

সেমি কন্ডাক্টরের পর এবার বাংলায় টেক্সটাইল ক্লাস্টারও, রাজ্যের বস্ত্রশিল্পকে আওতায় আনতে আলোচনা বাণিজ্য মন্ত্রকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেমি কন্ডাক্টর হাবের পর এবার টেক্সটাইল ক্লাস্টার। ভারত সরকার তথা ভারতীয় শিল্প বাণিজ্য সংস্থাগুলির আগামী দিনের শিল্পমানচিত্রে ক্রমেই স্থান করে নিচ্ছে বাংলা। বহু বছর ধরে প্রধানমন্ত্রী বলে এসেছেন, তাঁর সরকারের লক্ষ্য ‘লুক ইস্ট’ নীতি। কলকাতা হবে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বাণিজ্য করিডর। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। কলকাতা তথা বাংলা বঞ্চিতই রয়েছে গিয়েছে। অবশেষে সেই খরা কাটছে। রাজ্য সরকারের লাগাতার শিল্প বান্ধব নীতি এবং শিল্পবাণিজ্য সম্মেলনের জেরে এবার শিল্প আসছে বাংলায়। মার্কিন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে— কলকাতায় হবে সেমি কন্ডাক্টর ফেব্রিকেশন প্লান্ট। এবার জানা যাচ্ছে, একদিকে তা যেমন হবে, তেমনই ভারতের বিভিন্ন প্রান্তে টেক্সটাইল ক্লাস্টার গঠনেরও ভাবনাচিন্তা চলছে। এর আগে নতুন ৭৫টি টেক্সটাইল ক্লাস্টার গড়ে তোলার জন্য একটি রোডম্যাপ তৈরি করেছিল বাণিজ্য মন্ত্রক। সেই প্রকল্পের রূপরেখা এখন প্রায় চুড়ান্ত পর্যায়ে। বাংলাকেও বেছে নেওয়া হবে অন্যতম কেন্দ্র হিসেবে।
কিছুদিন আগেই দিল্লির কাছে গ্রেটার নয়ডায় এক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘ভারত হবে বিশ্বের সেমি কন্ডাকটর হাব। ভারতের বেশ কিছু প্রান্তে গড়ে তোলা হবে বিভিন্ন উৎপাদন ইউনিট।’ মার্কিন সফরে গিয়ে সেই ঘোষণাই হয়েছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে সেমি কন্ডাকটর উৎপাদন ইউনিট যাতে কলকাতায় গড়ে তোলা  যায়, সেব্যাপারে লাগাতার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট সংস্থাদের সঙ্গেও কথা বলেছে। অবশেষে সেই লক্ষ্যপূরণ হচ্ছে।
ঠিক একইভাবে বাণিজ্য মন্ত্রক যে বস্ত্রশিল্পের সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা করছে, সেখানে কলকাতা তথা বাংলার নাম থাকা জরুরি বলেই মনে করছিল নবান্ন। ২০১৯ সালের পর থেকেই এ নিয়ে আগ্রহও চোখে পড়ছিল। বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভারতে বস্ত্রশিল্পের মোট সম্পদ ১০ লক্ষ কোটি টাকার বেশি। আগামী পাঁচ বছরে এই অঙ্ককে ২০ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। শুধু বস্ত্র উৎপাদন নেটওয়ার্ককে একটি উৎপাদন, সরবরাহ, রপ্তানি চেইনে আবদ্ধ করতে হবে। টেক্সটাইল শিল্প যে রাজ্যগুলিতে গ্রাম, ব্লক, শহর পর্যন্ত ছড়ানো, সেগুলিকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক চেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে তৈরি হবে টেক্সটাইল ক্লাস্টার। ২০২২ সালে একবার এই ঘোষণা হয়েছে। যদিও পূর্ণাঙ্গভাবে সেই ঘোষণা রূপায়িত করা যায়নি। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের বস্ত্র রপ্তানি বাণিজ্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চায় কেন্দ্র। বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনামকে টেক্কা দেওয়াই লক্ষ্য। বাংলাদেশের বর্তমান অবস্থার জেরে বস্ত্রবাণিজ্য মুখ থুবড়ে পড়েছে।  এই সুযোগ ভারতের কাছে বিশেষ ইতিবাচক। সেকাজে অন্যতম অংশীদার হবে বাংলাও। -ফাইল চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা