শিল্প -বাণিজ্য

বাংলাদেশে অস্থিরতার প্রভাব পড়বে না ভারতীয় বাণিজ্যে, দাবি ক্রিসিলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের আর্থ-রাজনৈতিক পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। থিতু সরকার না-থাকার প্রভাব পড়ছে বাণিজ্যেও। এই পরিস্থিতিতে ভারতের বাণিজ্য কতটা প্রভাবিত হয়েছে? ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করেছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব ভারতের আমদানি-রপ্তানি ব্যবসায় ততটা নেই। তবে কিছুটা মার খাচ্ছে সুতো, বিদ্যুৎ, জুতো, পণ্য বহনকারী হালকা ব্যাগ এবং ভোগ্যপণ্য। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে ভারত লাভবান হচ্ছে রেডিমেড জামাকাপড়, পাটজাত দ্রব্য এবং পুরনো জাহাজ ভেঙে স্ক্র্যাপ বিক্রি সংক্রান্ত ব্যবসায়। 
ক্রিসিলের দাবি, ভারতের সুতো ব্যবসার প্রভাব সবচেয়ে বেশি রয়েছে। তার কারণ, এখানকার উৎপাদিত সুতোর ৮ থেকে ১০ শতাংশ যায় বাংলাদেশে। যতক্ষণ না অন্য দেশে সুতো রপ্তানি করতে পারবে ভারত, ততক্ষণ ব্যবসা মার খাবে। অন্যদিকে ভোগ্যপণ্য, জুতো বা ব্যাগের মতো ব্যবসা মার খাওয়ার মূল কারণ, ভারতীয় শিল্প সংস্থাগুলি তাদের উৎপাদন ইউনিট চালু রেখেছে বাংলাদেশে। সেখানকার বাজার কমতে থাকায়, তার প্রভাব ভারতীয় সংস্থাগুলিতে পড়ছে। সেখানে উৎপাদন প্রক্রিয়াতেও প্রভাব পড়েছে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে। অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং সংস্থা এবং নির্মাণ সংস্থাগুলি বর্তমানে ভালো পরিস্থিতিতে নেই বাংলাদেশে। ভারতীয় বিদ্যুৎ সংস্থা সেই সংস্থাগুলিকে বিদ্যুতের জাগান দেয়। তাই তার প্রভাব রয়েছে। বিদ্যুতের বিল আদায় করাও কঠিন হতে পারে, এমনটাই মনে করছে ক্রিসিল। এছাড়া, বাংলাদেশের রপ্তানির একটা বড় অংশ দখল করে থাকে রেডিমেড পোশাক এবং পাটজাত দ্রব্য। এক্ষেত্রে তাদের প্রধান প্রতিপক্ষ চীন এবং ভিয়েতনাম। যেহেতু বাংলাদেশের রপ্তানি এখন মার খাচ্ছে, তাই সেই বাজার ধরার সুযোগ রয়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এই পরিস্থিতিতে বড় রকমের সুবিধা করতে না-পারলেও, কিছুটা লাভবান হবে এখানকার জামাকাপড় এবং পাটজাত দ্রব্য রপ্তানিকারক সংস্থাগুলি। 
ক্রিসিলের দাবি, গত অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির ২.৫ শতাংশ দখল করে রেখেছিল বাংলাদেশ। অন্যদিকে, মোট আমদানির মাত্র ০.৩ শতাংশ এসেছিল প্রতিবেশী দেশটি থেকে। যেহেতু দুই ক্ষেত্রেই ব্যবসার পরিমাণ অনেকটাই কম, তাই সার্বিক প্রভাব খুব বেশি নয়, মত ক্রেডিট রেটিং সংস্থাটির। 
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা