শিল্প -বাণিজ্য

১৮ ডিসেম্বর ইনফোসিসের নয়া ভবনের উদ্বোধন করবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ টাউনে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৮ ডিসেম্বর।  উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুক্রবার আলিপুরের সরকারি অতিথিশালা ‘সৌজন্য’য় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) প্রস্তুতি উপলক্ষে শিল্প ও বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনের বিষয়টি  জানান তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তথ্য প্রযুক্তি সংস্থাটির এই সম্প্রসারণ প্রকল্পটি রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। নতুন ক্যাম্পাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নিউ টাউনে ৫০ একর জমিতে ইনফোসিসের প্রকল্পটি যাতে দ্রুত রূপায়িত হয় তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার সুফলই এবার মিলতে চলেছে। 
এদিনের বৈঠকে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময় সেখানে গিয়ে রাজ্যে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করার ঘোষণা করেছিলেন  প্রাক্তন ভারত অধিনায়ক। ওই প্রকল্পের জন্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রা‌‌জ্য সরকার জমি বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিন সৌরভ জানিয়েছেন, আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে কারখানা তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। কাজ শেষ হতে ১৯ মাস সময় লাগবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ ডিসেম্বর থেকে কলকাতা ও কুয়ালামপুরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে একটি সংস্থা। ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি বিমান চলাচল যাতে আবার শুরু হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সৌজন্যর ওই সভায় শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি-র কর্ণধার সঞ্জীব পুরী সহ শিল্প বাণিজ্য মহলের বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। বিভিন্ন বিদেশি দূতাবাসের কূটনীতিক ও বণিক সংগঠনগুলির প্রতিনিধিরাও  এসেছিলেন। শিল্পপতি থেকে কূটনীতিক সবাই এক সুরে বলেছেন রাজ্যে শিল্প বিনিয়োগের আদর্শ অবস্থা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। স্থায়ী সরকার রয়েছে। উন্নত পরিকাঠামো আছে। আর সবার উপরে রয়েছে মুখ্যমন্ত্রীর সহযোগিতার মনোভাব। আগামী দিনে যা শিল্পে বিনিয়োগ টানতে কাযর্করী হবে। মন্ত্রী শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সুজিত বসু এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র বৈঠকে হাজির ছিলেন। আগামী বছর ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় অষ্টম বিজিবিএস অনুষ্ঠিত হবে। সম্মেলকে সফল করতে শুক্রবার দিল্লিতে বণিক সংগঠন ফিকির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার একটি ‘গোলটেবিল বৈঠকের’ আয়োজন করেছিল। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পসচিব বন্দনা যাদব সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যে শিল্প স্থাপনের সহায়ক পরিবেশের কথা ৪২টিরও বেশি দেশের সামনে তুলে ধরেন তাঁরা। 
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত মিত্র।- নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা