শিল্প -বাণিজ্য

পোশাকে জিএসটির হার বদল, শিল্পের সঙ্গে সঙ্কটে ক্রেতারাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এমাসেই বিভিন্ন পণ্যের জিএসটি হারের পরিবর্তনে সিলমোহর দেওয়ার কথা জিএসটি কাউন্সিলের। জিএসটির হারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রিগোষ্ঠী জামাকাপড়ের উপর জিএসটি হার সংক্রান্ত যে সুপারিশ করেছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন বস্ত্র ব্যবসায়ীরা। তাঁদের কথায়, মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ কার্যকর হলে সংগঠিত পোশাক শিল্প মার খাবে। তাতে সমস্যায় পড়বেন ক্রেতারাও।
বর্তমানে এক হাজার টাকা বা তার কম দামের পোশাকের উপর জিএসটির হার ধার্য হয় ৫ শতাংশ হারে। তার উপরের দামের পোশাকের ক্ষেত্রে জিএসটির হার ১২ শতাংশ। এই হারের পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভার পড়ে কয়েকটি রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি মন্ত্রিগোষ্ঠীর উপর। সেই কমিটির শীর্ষে রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ওই কমিটির সুপারিশ অনুযায়ী, দেড় হাজার টাকা পর্যন্ত দামের পোশাকের ইপর জিএসটি হবে ৫ শতাংশ হারে। তার উপরের দামের ক্ষেত্রে জিএসটির হার এক ধাক্কায় বাড়িয়ে ১৮ শতাংশ রাখার সুপারিশ করা হয়েছে। ১০ হাজার টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি ২৮ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। প্রসঙ্গত, মন্ত্রিগোষ্ঠী জিএসটির হারের ব্যাপারে যে সুপারিশ বা সিদ্ধান্ত নিক না কেন, তা চূড়ান্ত হবে জিএসটি কাউন্সিলের বৈঠকে।
পোশাক ব্যবসায়ীরা বলছেন, দেড় হাজার টাকা পর্যন্ত পোশাকে জিএসটির হার ৫ শতাংশ রাখার সুপারিশ সদর্থক পদক্ষেপ। কিন্তু তার উপরের দামের পোশাকের উপর যে হার কার্যকর করার সুপারিশ করা হয়েছে, তা সংগঠিত পোশাক শিল্পের উপর ভয়াবহ আঘাত হানবে। তার কারণ, অসংগঠিত ক্ষেত্রে কালোবাজারি বাড়বে। নিজেদের ব্যবসা হারাবে সংগঠিত ক্ষেত্র। পাশাপাশি ক্রেতারাও যেমন বেশি দামে পোশাক কিনতে বাধ্য হবেন, তেমনই গুণগত মান সম্পর্কেও নিশ্চিত হতে পারবেন না। কেন্দ্রে যদি এই সিদ্ধান্তে সিলমোহর দেয়, তাহলে দেশে প্রায় এক লক্ষ পোশাক কর্মী কাজ হারাবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা