শিল্প -বাণিজ্য

ট্রাম্পের উত্থানে পতন সোনার দরে, একদিনেই ১৬০০ টাকা!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই বিপুল জয়ে শেয়ার বাজারের পালে হাওয়া লেগেছে। বিশ্বের প্রায় সবক’টি শেয়ার সূচকই ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ লগ্নিতে আস্থা রাখছেন। তাঁদের আশা, এতে বেশি রিটার্ন পাওয়া যাবে। বাজারের দোলাচলে যাঁরা এতদিন ‘নিরাপদ’ বিনিয়োগ হিসেবে সোনায় আস্থা রেখেছিলেন, তাঁরা সেই টাকা লগ্নি করছেন অন্যত্র। তার জেরে আন্তর্জাতিক বাজারে দাম কমছে সোনার। সেই সুবিধা পেতে শুরু করেছেন ভারত তথা এরাজ্যের ক্রেতারাও।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার পাকা সোনার ১০ গ্রামের দর যায় ৭৭ হাজার ৩৫০ টাকা। বুধবার তা ছিল ৭৮ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে ১০ গ্রাম পিছু সোনার দাম কমেছে ১ হাজার ৬০০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট বিশুদ্ধতার হলমার্কযুক্ত গয়না সোনার দাম ছিল ৭৩ হাজার ৫৫০ টাকা। অথচ একদিন আগেই সেই দার যায় ৭৫ হাজার ৫০ টাকা। দাম কমেছে রুপোরও। এদিন কলকাতায় কিলো পিছু খুচরো রুপোর দাম ছিল ৯১ হাজার ২৫০ টাকা। বুধবার সেই দাম ছিল ৯৩ হাজার ৭৫০ টাকা।
বিশেষজ্ঞরা মোট তিনটি কারণকে সোনার দাম কমার জন্য সামনে এনেছেন। প্রথমত, ট্রাম্পের বিপুল জয়ে শেয়ার বাজার এবং বিটকয়েনে বিনিয়োগ অনেকটাই বেড়েছে। বিনিয়োগকারীরা বাড়তি লাভের আশায় সোনা ছেড়ে ঝুঁকিপূর্ণ লগ্নি করছেন। দ্বিতীয়ত, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ সুদের হার আরও কমাবে বলে মনে আশা করা হচ্ছে। সেটা কমতে পারে ০.২৫ শতাংশ। এই অনুমান সোনার দর নীচের দিকে নামাচ্ছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড বৃহস্পতিবারই সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। তৃতীয় কারণ হিসেবে দেশীয় চাহিদাকে সামনে এনেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এখানে সোনার দাম অনেকটা বেড়ে থাকায় তা দেশীয় বাজারে ধনতেরাসের পরে চাহিদা কমিয়েছিল। চাহিদা কমার কারণে দামে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সোনার দাম নীচের দিকে নামায় খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই। তাঁদের আশা, আসন্ন বিয়ের মরশুমে তা দু’পক্ষকেই লাভবান করবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা