শিল্প -বাণিজ্য

শিল্পের পথ সহজ করার কেন্দ্রীয় প্রকল্পে আগ্রহ নেই বণিক মহলের! খেদ গোয়েলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প সংস্থাগুলির সুবিধা করে দিতে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম’। শিল্পের পথ সহজ করতে বা লগ্নির গা থেকে প্রশাসনিক লালফিতের ফাঁস আলগা করতেই পরিষেবাটি চালু করেছে বাণিজ্য মন্ত্রক। কিন্তু প্রকল্পটিই সুপার ফ্লপ! অভিযোগ স্বয়ং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের। তাঁর হুমকি, শিল্পমহল এই পরিষেবার সুবিধা না নিলে তা বন্ধই করে দেওয়া হবে।
শিল্পের সুবিধার জন্য সবরকমের প্রশাসনিক ছাড়পত্র একছাতার তলায় আনতে বিভিন্ন রাজ্য চালু করেছে সিঙ্গল উইন্ডো সিস্টেম। তাতে শামিল হয় পশ্চিমবঙ্গ। এদিকে কোনও শিল্প গড়তে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরেরও প্রশাসনিক ছাড়পত্র নেওয়া জরুরি। তার সুবিধা দিতেই জাতীয় স্তরে একটি একজানালা ব্যবস্থা চালু করে মোদি সরকার। ৩২টি কেন্দ্রীয় সরকারি দপ্তরের পাশাপাশি তাতে অংশ নিয়েছে ২৯টি রাজ্য সরকারও। বাংলা প্রথমে শামিল না-হলেও, পরবর্তীকালে যোগ দিয়েছে তাতে। 
একটি বণিকসভার অনুষ্ঠানে শিল্পপতিদের উদ্দেশে পীযূষ গোয়েল বলেন, আমরা এই প্রকল্পের জন্য প্রচুর টাকা খরচ করেছি। তা আপনারা ব্যবহার করবেন কি না, সেটা আপনাদের ব্যাপার। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে শিল্পমহল যদি এই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেমকে গ্রহণ না করে, তাহলে আমরা প্রকল্পটি বন্ধ করে দিতে বাধ্য হব।
এখানেই থেমে না থেকে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, প্রকল্পটিতে এখনও কিছু ত্রুটি রয়ে গিয়েছে। তিনি বলেন, ত্রুটিগুলি দূর করার জন্য শিল্পমহল পরামর্শ দিতে পারে। সরকার সেই পরামর্শ গ্রহণে রাজিও আছে। 
এমনকী কেন্দ্রের তৈরি ডিজিটাল ল্যান্ডব্যাঙ্কও শিল্পমহল গ্রহণ করছে না বলেও উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, শিল্প সংস্থাগুলির তরফে যে আগ্রহ প্রত্যাশিত, তা আমরা এখনও দেখতে পাইনি।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা