শিল্প -বাণিজ্য

রাজ্যে প্রায় ৪ হাজার কোটির বাজি বিক্রি

সোহম কর, কলকাতা: কালীপুজো-দীপাবলি মানেই হরেক আতশবাজির চোখ ধাঁধানো কেরামতি। কোনওটায় আগুন দিলে আকাশে উঠে ছড়িয়ে দিচ্ছে নানা রংয়ের আলপনা। কোনও বাজির শব্দে পিলে চমকে ওঠার জোগাড়। এর কোনও ব্যতিক্রম হয়নি এবারও। আলোর উৎসবের এই দু’দিনে গোটা রাজ্যে কত টাকার বাজি পুড়ল? সেই তথ্য রীতিমতো চমকে ওঠার মতো! বাজি ব্যবসায়ীদের একাধিক সংগঠনের দাবি, শুধুমাত্র কলকাতা ও আশপাশের এলাকাতেই প্রায় ৩০০ কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। গোটা রাজ্যে বিক্রি হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার বাজি। 
চম্পাহাটি-হাড়াল আতশবাজি ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, এবার প্রায় ১২ হাজার টন বাজি বিক্রি করেছে তারা, যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। বলরামপুর আতশবাজি শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর জানিয়েছেন, বজবজ, নুঙ্গি মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার বাজি। হাওড়ার বাজি বাজারে সাতদিনে প্রায় দেড় কোটি টাকার বাজি বিক্রি হয়েছে। সংশ্লিষ্ট বাজার কমিটির সম্পাদক সৌমিত্র মণ্ডল বলেন, ‘প্রশাসনের নজর এড়িয়ে প্রচুর অসাধু ব্যবসায়ী ফুটপাতজুড়ে শব্দবাজি বিক্রি করেছে। এক্ষেত্রে পুলিস আরও কড়া হলে বাজি বাজারের বিক্রি আরও বাড়ত।’ কলকাতায় ময়দান, টালা, কালিকাপুর ও বেহালার বাজি বাজারে প্রায় এক কোটি টাকার বাজি বিক্রি হয়েছে খবর। টালা বাজি বাজারের অন্যতম উদ্যোক্তা শুভঙ্কর মান্না বলছিলেন, ‘এখানে বাইরের হকাররা বাজি নিয়ে খুব একটা বসেননি। তাই বাজারে ভালো বিক্রি হয়েছে।’  
সারা বাংলা আতশবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ‘বাংলাজুড়ে এবার ১০২টি বাজি বাজার বসেছিল। উত্তরবঙ্গে ৪২টি এবং দক্ষিণবঙ্গে ৬০টি। কিন্তু চাহিদার তুলনায় এতগুলি বাজারও পর্যাপ্ত নয়। বাজারের সংখ্যা বাড়লে আগামী দিনে ব্যবসার অঙ্ক আরও বাড়বে।’ প্রস্তুতকারক, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এই শিল্পে অসংগঠিত শ্রমিকের সংখ্যা প্রচুর। ফলে ব্যবসার মোট পরিমাণ হিসেব করা বেশ কঠিন। তারপরও বাজি ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন মহলের বক্তব্য, বাজি কিনতে যেভাবে বাঙালির উৎসাহ চোখে পড়েছে, তাতে মোট ব্যবসার পরিমাণ অন্তত ৪ হাজার কোটি তো হবেই।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা