বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শিল্প -বাণিজ্য

বাংলাদেশে অশান্তির জেরে কমেছে রপ্তানি পেট্রাপোল সীমান্তে আশঙ্কায় ব্যবসায়ী মহল

সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কে অনেকটাই চিড় ধরেছে। তার আঁচ এসে পড়েছে ভারতেও। এমনকী, সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। ভারতের অন্যতম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করেন। প্রতিদিন কয়েকশো পণ্যবোঝাই ট্রাক চলাচল করে। বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। বন্দর সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ৪৫০-৫০০ পণ্যবোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে যেত। এখন সেই সংখ্যাটা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার ভারত থাকে ৩৮১টি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে গিয়েছে। অর্থাৎ, ভারত থেকে পণ্য রপ্তানি কমেছে। বাংলাদেশ থেকে ভারতে আমদানিও কিছুটা কমেছে বলে খবর। 
বাংলাদেশে লাগাতার অশান্তি চলার কারণে দু’দেশের আমদানি ও রপ্তানিকারীদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণে বাণিজ্য কমেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে বরাত কম আসছে। দেশের অচলাবস্থায় কেউ ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বাণিজ্য অনেকটাই কম হচ্ছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের ডামাডোলে সীমান্তে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। দু’দেশের ব্যবসায়ীরা আতঙ্কিত। তাঁদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে আগামীতে দু’দেশের বাণিজ্য আরও কমবে। প্রভাব পড়বে যাত্রী চলাচলেও। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা