শিল্প -বাণিজ্য

উৎসবের মাসে কিছুটা চাঙ্গা যাত্রীবাহী গাড়ির বাজার, ভালো বিক্রি দু’চাকার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে যাত্রীবাহী গাড়ির বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। তবে দু’চাকা গাড়ি বিক্রির হার যথেষ্ট ভালো। ২০২৩ সালের অক্টোবর মাসের সঙ্গে চলতি বছরের অক্টোবরের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেব কষে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুম পর্যন্ত যে সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। এই হিসেব থেকেই স্পষ্ট, পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে।
সিয়ামের হিসেব, গত অক্টোবরে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৯৩ হাজার। গত বছর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ ৯০ হাজার। সার্বিকভাবে বিক্রি বেড়েছে দু’চাকা গাড়ির। যেখানে ২০২৩ সালের অক্টোবরে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১৮ লক্ষ ৯৬ হাজার, সেখানে গত মাসে তা দাঁড়ায় প্রায় ২১ লক্ষ ৬৪ হাজারে। গত বছর অক্টোবর মাসে যেখানে স্কুটার বা ওই জাতীয় যান বিক্রি হয়েছিল ৫ লক্ষ ৯০ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৭ লক্ষ ২১ হাজার। গত মাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ ৯১ হাজার। 
সিয়াম জানাচ্ছে, গত অক্টোবরে যে পরিমাণ যাত্রীবাহী গাড়ি এবং দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে, সাম্প্রতিককালে তা এতটা হয়নি। চলতি বছরের গোড়ায়, অর্থাৎ জানুয়ারিতে যাত্রীবাহী গাড়ির বিক্রি ৩ লক্ষ ৯০ হাজারে পৌঁছয়। তারপর থেকে বিক্রিবাটা কিছুটা কমতির দিকে ছিল। উৎসবের মাস থাকায় অক্টোবরে সাফল্য পেয়েছে গাড়ির বাজার। সিয়ামের দাবি, গাড়ির বিক্রি যে বেড়েছে, তা বলছে কেন্দ্রীয় তথ্যও। কারণ, সার্বিকভাবে গাড়ির রেজিস্ট্রেশন গত বছরের অক্টোবরের তুলনায় এবার ৩০ শতাংশ বেড়েছে গোটা দেশে। তিন চাকা গাড়ির বিক্রি গত বছরের তুলনায় সামান্য কমেছে বলে জানিয়েছে সিয়াম।
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা