শিল্প -বাণিজ্য

দেওয়ালিতে দামি টিভির বাজার চাঙ্গা, সঙ্গত মোবাইল ফোনেরও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরাস বা দীপাবলি উপলক্ষ্যে যতটা গয়না, বাসন, মিষ্টান্ন এবং পোশাক বিক্রি হয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হয় বৈদ্যুতিন যন্ত্রাংশও। ফলে ক্রেতাদের আকর্ষণ করতে হরেক অফার চালু করে খুচরো বৈদ্যুতিন যন্ত্রপাতি বিক্রয়ের বিভিন্ন সংস্থাও। তাঁদের দাবি, এবার দেওয়ালি উপলক্ষ্যে সবচেয়ে ভালো বাজার গিয়েছে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস এবং টিভির। সামনেই শীতের মরশুম থাকলেও এসি কেনার আগ্রহও কম নয়, বলছেন বিক্রেতারা।
বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রেতা খোসলা ইলেকট্রনিক্সের অন্যতম কর্ণধার মণীশ জৈনের কথায়, এবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বড় টিভি এবং মোবাইল ফোন। উৎসবের মুখে ক্রেতারা দামি এবং উচ্চ প্রযুক্তির টিভির দিকেই বেশি ঝুঁকেছেন বলে তাঁর দাবি। মোট কথা, বাড়ির পুরনো টিভি বদলে আরও বড় টিভি কেনার দিকে মন গিয়েছে বেশিরভাগ ক্রেতার। মোবাইল ফোনের ক্ষেত্রে অবশ্য সবরকম বাজেটের মোবাইলই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, আইফোনের মতো দামি মোবাইল বিক্রি আগের থেকে অনেকটাই বেড়েছে। গতবারের দেওয়ালির সঙ্গে তুলনা করলে এবার বিক্রিবাটা অন্তত ৩০ শতাংশ বেড়েছে বলে দাবি করেছেন মণীশ খোসলা। তাঁর কথায়, ক্রেতাদের তিন থেকে চারটি কিস্তি মকুব করার সুযোগও দিচ্ছি আমরা। সেই সুযোগ কাজে লাগিয়েছে বহু ক্রেতা।
রাইপুর ইলেকট্রনিক্সের কর্ণধার রাজিন্দর সিং রাইপুর জানিয়েছেন, উৎসবকে কেন্দ্র করে গতবারের তুলনায় এবার প্রায় ৬০ শতাংশ বিক্রি বাড়াতে সক্ষম হয়েছেন তাঁরা। তাঁর কথায়, এবার ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ ছিল কিচেন অ্যাপ্লায়েন্স বা রান্নাঘরের প্রয়োজনীয় যন্ত্রপাতির উপর। যাঁরা ইতিমধ্যেই হরেক যন্ত্রপাতি ব্যবহার করেন, তাঁরা আরও বেশি দামের ‘প্রিমিয়াম’ পণ্যের উপর ঝুঁকেছেন। বিক্রিবাটার ক্ষেত্রে যে এসি মেশিনও পিছিয়ে নেই, জানিয়েছেন তিনি। রাজিন্দর সিং রাইপুরের কথায়, সামনে শীত এলেও বহু ক্রেতারই দেওয়ালিকে কেন্দ্র করে সারা বছরের প্রয়োজনীয় পণ্য কেনার মানসিকতা রাখেন। তাঁরা মরশুম দেখে নয়, উৎসবকে কেন্দ্র করেই পছন্দের জিনিস কিনে নিয়ে যাচ্ছেন। যেহেতু আমরা বেশ কিছু অফার চালু রেখেছি, তার সদ্ব্যবহার করছেন ক্রেতারা। সেই কারণেই বিক্রি এবার অনেকটাই বেড়েছে।  
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা