শিল্প -বাণিজ্য

টাটার সামরিক বিমান তৈরির কারখানা উদ্বোধন প্রধানমন্ত্রীর, মহারাষ্ট্রের প্রকল্প গুজরাতে সরানোর অভিযোগ বিরোধীদের

ভদোদরা: এবার দেশে তৈরি হবে সি২৯৫ সামরিক বিমান। সোমবার গুজরাতের ভদোদরায়  টাটা গোষ্ঠীর বিমান কারখানার উদ্বোধন হল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজকে পাশে নিয়ে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্প্যানিশ প্রযুক্তিতে তৈরি মাঝারি ক্ষমতাসম্পন্ন সি-২৯৫ বিমান ছোট রানওয়েতে ওঠানামা করতে পারে। এই বিমানে লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুর্গম সেনাঘাঁটিতে দ্রুত অস্ত্র ও রসদ পৌঁছে দিতে পারবে ভারতীয় বায়ুসেনা। একইসঙ্গে ৭১ জন সেনা ও ৪৮ জন প্যারাট্রুপারকে নিয়ে পাড়ি দিতে পারে এই বিমান। ২০২১ সালে ৫৬টি সি-২৯৫ বিমান কিনতে স্পেনের বহুজাতিক সংস্থা এয়ারবাসের সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল ভারত। সেইমতো স্পেন থেকে ভারতে ১৬টি  বিমান আমদানি করা হয়। ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর প্রথম বিমানটি ভারতের হাতে তুলে দিয়েছিল স্পেন। চুক্তি অনুযায়ী, বাকি ৪০টি বিমান তৈরি হবে ভারতে। এদিন সেই কারখানারই উদ্বোধন হল ভদোদরায়। দেশে প্রথম বেসরকারি সামরিক বিমান তৈরির কারখানার উদ্বোধনে খুশি শিল্পমহল। যদিও কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, এই কারখানা হওয়ার কথা ছিল মহারাষ্ট্রের নাগপুরে। কিন্তু রাজনৈতিক ফায়দার জন্য তা গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে মহারাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে।  এজন্য কেন্দ্রের মোদি সরকার ও মহারাষ্ট্রে মহাজুতি সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। যদিও বিজেপি ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে। 
এদিন এয়ারক্রাফ্ট কমপ্লেক্স উদ্বোধনে এসে প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রতি শ্রদ্ধা জানান মোদি। তিনি বলেন, এই প্রকল্প রতন টাটার মস্তিষ্কপ্রসূত। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং এয়ারবাসের সহযোগী স্প্যানিশ এরোস্পেস কোম্পানি ‘কাসা’র সঙ্গে  যৌথ উদ্যোগে এই বিমান তৈরি হবে। মোদি বলেন, সি-২৯৫ বিমান তৈরির এই প্রকল্প ভারত ও স্পেন সম্পর্ক আরও সুদৃ্‌ঢ় করবে। তেমনি মেক ইন ইন্ডিয়ার পাশাপাশি মেক ফর দ্য ওয়ার্ল্ড মিশনও শক্তিশালী হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রায় ১ হাজার  স্টার্টআপ তৈরি হয়েছে। সামরিক সরঞ্জাম উৎপাদনও ৩০ গুণ বেড়েছে। বর্তমানে ভারত ১০০টির বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে থাকে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো বলেন, ‘এই প্রকল্পের মধ্যে দিয়ে দু’দেশের শিল্প সম্পর্ক আরও জোরালো হবে। তেমনি ভারতে ইউরোপীয় সংস্থাগুলির আগমনের পথ প্রশ্বস্ত হল।’ এদিনের অনুষ্ঠানে ছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এবং এয়ারবাসের ডিফেন্স অ্যান্ড স্পেস শাখার সিইও মাইকেল শোয়েলহর্ন। এই কারখানায় সরাসরি ৩ হাজার কর্মসংস্থান হবে। 
নরেন্দ্র মোদির সঙ্গে রোড শোয়ে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। সোমবার গুজরাতের ভাদোদরায় পিটিআইয়ের তোলা ছবি।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা