শিল্প -বাণিজ্য

বিএসএনএলের ফোর জি পরিষেবার বৃদ্ধি, লাফিয়ে বাড়ল ডেটা ব্যবহারও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও শহরতলিতে ক্যালটেল এলাকায় ফোর জি পরিষেবা এলাকা বাড়াল বিএসএনএল। এখনও পর্যন্ত এই এলাকায় ৬৮৭ টি টাওয়ারকে (বেস ট্রান্সিভার স্টেশন বা বিটিএস) ফোর জি করা সম্ভব হয়েছে। মোট ১,৬০০ টাওয়ারকে এতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 
বিএসএনএল কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশচন্দ্র টিকাদার বলেন, ফোর জি পরিষেবা দিতে যে যন্ত্রাংশ প্রয়োজন, তার সবটুকুই এসে গিয়েছে। সেগুলি সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি। আমারও যত দ্রুত সম্ভব গোটা এলাকায় সেই পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। একদিকে বেসরকারি সংস্থাগুলির মোবাইল খরচ বৃদ্ধি এবং অন্যদিকে ফোর জি পরিকাঠামো বেড়ে যাওয়ায় কলকাতা সার্কেলে মোবাইল গ্রাহকও অনেকটাই বেড়েছে বলে দাবি করেছেন সিজিএম। তাঁর কথায়, গত তিনমাসে আমরা চার লক্ষ গ্রাহক বাড়াতে সক্ষম হয়েছি। খরচ না-বাড়ানোর পাশাপাশি উৎসব কেন্দ্রিক কিছু প্রকল্পে সাময়িকভাবে গ্রাহকের ব্যয় কমিয়েওছি আমরা। যেমন ৬০০ জিবি ডেটা, ও সীমাহীন কথার যে একবছরের অফার আছে, তার খরচ ১০০ টাকা কমেছে। 
বিএসএনএল কর্তা আরও বলেন, আমরা দ্রুত ও উচ্চ গুণমানের ইন্টারনেট পরিষেবা দিতে বিএসএলের পরিকাঠামোর খোলনলচে বদলেছি। প্রায় ৭০ হাজার বাড়িতে ফাইবার সংযোগ (এফটিটিএইচ) দেওয়া হয়েছে। তার জন্য যে দামি মোডেম দরকার, তা আমরা গ্রাহককে এখন বিনামূল্যে দিচ্ছি। মাসিক ৪৪৯ টাকার প্যাকেজেও ৫০ টাকা ছাড় দিচ্ছি আমরা। গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে চালু হয়েছে সেলফ কেয়ার অ্যাপ, যেখানে ২ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন গ্রাহক। ৪ জি পরিষেবা চালু হওয়ায় গ্রাহকের ডেটা ব্যবহারও লাফিয়ে বেড়েছে বলে দাবি করেছেন সিজিএম। তাঁর তথ্য, যেখানে জুনে ১,৭৫৬ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন গ্রাহক, তা এখন ৩,৪৪৭ টেরাবাইটে পৌঁছেছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা