শিল্প -বাণিজ্য

সায়েন্স সিটি: মেগা ট্রেড ফেয়ারে ভিড়, বিপুল চাহিদা বিদেশি পণ্যের

নিজস্ব প্রতিনিধি কলকাতা: শীত পড়লেই কলকাতার বুকে হরেক মেলার আয়োজন করা হয়। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যে মেলাগুলি তার মধ্যে একটি হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এবছরও সায়েন্স সিটির মাঠে শুরু হয়েছে এই মেলা। ২০ ডিসেম্বর শুরু হওয়া মেলাটি চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন থেকেই মেলায় ভিড় উপচে পড়ছে। বেঙ্গল চেম্বার অব কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটস আয়োজিত মেগা ট্রেড ফেয়ার এবছর ২৩তম বছরে পড়ল। 
জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটসের সিইও সুপর্ণা দত্তগুপ্ত বলেন, এবারের মেলায় ১৭টি দেশ থেকে বিভিন্ন পসরা নিয়ে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ভারতের মোট বাইশটি রাজ্যও তাদের নানারকম পসরা নিয়ে হাজির এখানে। লক্ষাধিক পণ্যে সেজেছে এই মেলা। স্বভাবতই অভিনবত্বের কোনও অভাব নেই। পণ্যের তালিকায় যেমন আছে হস্তশিল্প, পাটজাত দ্রব্য, তেমনই রয়েছে খাবারদাবার, ঘর সাজানোর জিনিস থেকে প্রসাধনী সামগ্রী, মনিহারি দ্রব্য, গয়না, আসবাবপত্র, রান্নাঘরের টুকিটাকি ও যন্ত্রপাতি, স্বাস্থ্য সংক্রান্ত পণ্য প্রভৃতি। এছাড়াও হরেক রকমের বাহারি পোশাক, শাড়ি, বিছানার চাদর থেকে শুরু করে কম্বল বা বালাপোশ পর্যন্ত রয়েছে মেলায়। দর্শকরা এখানে যেমন কাশ্মীরের বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে পারবেন,  তেমনই থাকছে আফগানিস্তান বা ইরানের খাবার ও অন্যান্য পণ্য। মেলার আয়োজকরা জানাচ্ছেন, এখানে বেশকিছু সংস্থা এসেছে, যারা হরেক রকমের অফার চালু রেখেছে ক্রেতাদের জন্য। সেসবের পাশাপাশি থাকছে এরাজ্যেরও অত্যন্ত আকর্ষণীয় কিছু পণ্য।
আয়োজকদের কথায়, ইন্টারন্যাশনাল ইন্ডিয়া মেগা ট্রেড ফেয়ারের অন্যতম আকর্ষণ থাকে বিদেশি পণ্য। খোদ কলকাতায় বসে বিদেশি জিনিসের হদিশ পেতে সারাবছর অপেক্ষা করে থাকেন বহু ক্রেতা। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুর এই দিনগুলিতে তাঁরা কেনাকাটায় মাতেন সায়েন্স সিটিতে। এবারও তার অন্যথা হয়নি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বহু মানুষ তাই ভিড় জমাচ্ছেন এই মেলায়।
সায়েন্স সিটিতে ২৩তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। -নিজস্ব চিত্র
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা