শিল্প -বাণিজ্য

পুজোর নতুন সম্ভারে ক্রেতাদের পাশাপাশি উপকৃত হবেন বাংলার শিল্পী, কারিগররাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর বাজার ধরতে পুরোদমে নেমে পড়েছে রিলায়েন্স স্মার্ট বাজার। খাদ্যসামগ্রী থেকে শুরু করে পুজোর জামাকাপড়—উৎসবকেন্দ্রিক নতুন স্টক ইতিমধ্যেই চলে এসেছে পশ্চিমবঙ্গের স্টোরগুলিতে। ক্রেতাদের তরফেও ভালো সাড়া মিলছে। এমনটাই দাবি করলেন রিলায়েন্স রিটেল লিমিটেডের গ্রসারি রিটেল বিভাগের সিইও দামোদর মল। তাঁর বক্তব্য, যে পণ্যগুলি বাংলা ও দেশের অন্যান্য প্রান্তে স্মার্ট বাজারের মাধ্যমে বিক্রি হচ্ছে, তার একটি বড় অংশ কেনা হচ্ছে বাংলার শিল্পী, কারিগর ও ব্যবসায়ীদের থেকে। সেই তালিকায় যেমন আছে শিশুদের পোশাক, তেমনই আছে চানাচুর ও ভাজাভুজিও। 
খাবার, ফ্যাশন সামগ্রী বা নিত্যপ্র্যোজনীয় পণ্য‌— রিলায়েন্স স্মার্ট বাজার স্টোরগুলিতে প্রতিটি ক্ষেত্রেই বিক্রি বৃদ্ধির হার ১০ শতাংশের বেশি। দামোদর মলের কথায়, ‘উৎসবকেন্দ্রিক কেনাকাটায় সেই হার আরও বাড়বে। ক্রেতাদের একাংশ বাড়িতে বসে মুদির দোকানের পণ্য কিনতে আগ্রহী ঠিকই। তারপরও প্রতিটি স্টোরে ক্রেতাদের উপস্থিতি অনেক বেড়েছে বিগত কয়েক বছরের তুলনায়। ছোট শহরগুলিতে যেমন স্টোরের সংখ্যা বাড়ছে, তেমনই সেখানকার আঞ্চলিক সংস্কৃতিকে মূল্য দেওয়া হচ্ছে। ফলে কেনাকাটায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের।’  তিনি আরও জানান, পুজোকে কেন্দ্র করে সেরা পণ্যগুলি আনা হয়েছে বাংলার ৬৫টি বড় এবং ৬৫০টি ছোট স্টোরে। পুজোর দেড় মাস আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আনা হয়েছে হরেক অফার, যা ইতিমধ্যে ক্রেতাদের আকর্ষণ করতে শুরু করেছে। রাজ্য সরকারের বিশ্ববাংলা শো-রুমগুলিতে যে মুদি-পণ্যগুলি পাওয়া যায়, সেগুলিও মিলছে স্মার্ট বাজার স্টোরে। এবার একটু অন্য ঢঙে বাঙালির খাওয়াদাওয়ার উদযাপন করবে স্মার্ট বাজার। শহরের সেরা ২০০ জন ফুচকা বিক্রেতাকে নির্বাচন করা হবে। পুজোর দিনগুলিতে তাঁদের মধ্যে থেকে সেরা স্বাদের ফুচকার বিক্রেতাকে ভোট দিতে পারবে সাধারণ মানুষ। সেখান থেকে নির্বাচিত হবেন সেরা ফুচকা বিক্রেতা। অভিনব এই উদ্যোগেও ভালো সাড়া মিলবে বলে মনে করছেন সিইও দামোদর মল।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা