রাজ্য

আজ শহরে দুর্গা কার্নিভাল, বহু বিদেশি অতিথি সহ আমন্ত্রিত ২৮ হাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার কলকাতার রেড রোডে বাংলার নিজস্ব কৃষ্টি-সংস্কৃতির ‘দুর্গা কার্নিভাল’! বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই শেষ হবে দশভুজার আবাহন পর্ব। হাজির থাকবেন বহু বিদেশি অতিথি। আমন্ত্রিতের সংখ্যা মোট ২৮ হাজার। জেলাস্তরের দুর্গা কার্নিভাল সোমবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে সর্বত্র। তবে আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তাতে রাজনৈতিক অনুপ্রবেশের জেরে রেড রোডের দুর্গা কার্নিভাল নিয়ে এখনও আশঙ্কার বাতাবরণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব ব্যাঘাত ঘটানোর চেষ্টা ফুৎকারে উড়িয়ে শহরজুড়ে মানুষের ঢল ছিল একাদশী পর্যন্ত। তাতে বিস্তর চটেছেন স্বঘোষিত ‘সমাজ সংস্কারক’রা। ফেসবুক-ইনস্টাগ্রামে রাজ্য সরকার, হুজুগে বাঙালিকে বিস্তর গালমন্দ, এমনকী স্বয়ং মা দুর্গাকেও রেয়াত করেনি প্রতিবাদীরা। আর এখন চলছে সরকারি কার্নিভালের মুণ্ডপাত। 
একইদিনে ‘দ্রোহ কার্নিভাল’-এর ডাক দিয়েছে সিনিয়র ডাক্তারদের সংগঠন। জুনিয়র ডাক্তাররা আলাদা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার স্বাস্থ্যভবনে ডাক্তারদের ১২টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব সহ প্রশাসনিক আধিকারিকরা। সেখানেই সরকারি শীর্ষকর্তাদের ‘দ্রোহ কার্নিভাল’-এ আমন্ত্রণ জানানো হয় চিকিৎসকদের তরফে। দুই কর্মসূচির আড়ালে দেশ-বিদেশের আমন্ত্রিতদের সামনে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মরিয়া চেষ্টা চালানো হবে—এমন আশঙ্কা চরমে। তাই কড়া নজরদারি থাকছে রেড রোডজুড়ে। যদিও ত্রিধারা কাণ্ডে ধৃতদের জামিন পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের স্পষ্ট নির্দেশ, শহরের যে অংশে কার্নিভাল হবে, সেখানে কোনও আন্দোলনকারী যেতে পারবেন না। কিন্তু যারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, তারা হাইকোর্টের নির্দেশ মানবে তো? প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। কার্নিভালে ‘ব্যাঘাত’ রুখতে এদিন রাতে কলকাতা পুলিসের তরফে রেড রোড সহ আর আর অ্যাভিনিউ, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, জওহরলাল নেহরু রোড, কুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোডে ১৬৩ (১) ধারা জারি করা হয়েছে। এদিকে অনুষ্ঠানস্থলের এন্ট্রি কার্ড জোগাড়ে হন্যে সবাই। কার্নিভালে এবার অংশ নেবে শহরের ৯০টি পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিকেল সাড়ে চারটের সময় শুরু হবে মূল অনুষ্ঠান। কার্নিভালের জন্য আজ, মঙ্গলবার দুপুর থেকে রেড রোড,  লাভার্স লেন, কুইন্স ওয়ে এবং হসপিটাল রোডে যান চলাচল বন্ধ থাকবে। কার্নিভাল শেষে মধ্যরাত পর্যন্ত পরিষেবা দেবে মেট্রো। থাকছে ফেরি সার্ভিসও।      
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা