রাজ্য

বাংলা থেকে বিদায় নিল বর্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো পর্বের মধ্যে রবিবার রাজ্য থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে। এবার স্বাভাবিক সময়ের দিন তিনেক পর বাংলা থেকে বর্ষা সরল। তবে গোটা দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন লাগবে। দক্ষিণ ভারত এবং ওড়িশার কিছু অঞ্চলসহ দেশের একটা অংশে এখনও মৌসুমি বায়ু অবস্থান করছে। 
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষা সরে গেলেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। কারণ বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। জলীয় বাষ্প বেশি থাকার জন্য ভ্যাপসা গরম রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে বেশি মাত্রায় বৃষ্টিপাত ঘটাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পণ্ডিচেরিতে। তবে গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিকর্তা আরও জানান, আরব সাগরে যে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেটিও শেষপর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। সেটি দুর্বল হয়ে ওমান উপকূলের দিকে সরে যাচ্ছে। সব মিলিয়ে আপাতত বঙ্গোপসাগর ও আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা