রাজ্য

১০০ দিনের কাজ বন্ধ করছে কেন্দ্র? নীতি আয়োগের সমীক্ষায় জল্পনা

প্রীতেশ বসু,কলকাতা: ১০০ দিনের কাজের টাকা আগেই বন্ধ হয়েছে বাংলায়। এবার সেই আশঙ্কার মেঘ ঘনাচ্ছে গোটা গ্রামীণ ভারতে। সৌজন্যে নীতি আয়োগ। দেশে ১০০ দিনের কাজ (মনরেগা) প্রকল্পের প্রভাব নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তারা একটি সমীক্ষার উদ্যোগ নিয়েছে। তার জেরেই  প্রান্তিক মানুষের কাজের গ্যারান্টি এখন সংশয়ে। কিন্তু কেন? কী কারণে এই সংশয়? সূত্রের খবর, প্রকল্পটি মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে সমীক্ষায়। তার জেরেই প্রশ্ন উঠছে, সমীক্ষার রিপোর্ট যদি নেতিবাচক হয়, তাহলে কী সুপারিশ করবে নীতি আয়োগ? তাদের সুপারিশকে সামনে রেখে কি ১০০ দিনের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথে হাঁটবে মোদি সরকার?
২০০৬ সালে তৎকালীন মনমোহন সিং সরকার চালু করেছিল গ্রামীণ বারতের কর্মনিশ্চয়তা প্রকল্প। ২০২১-২২ অর্থবর্ষ থেকেই এই খাতের মোট খরচ কমতে শুরু করেছে। কিন্তু এবার প্রকল্প চালিয়ে যাওয়া হবে কি না, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করল নানান মহলে। সোমবার এপ্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘বাংলার প্রান্তিক মানুষের হাতে নগদের জোগান নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনরেগার বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্র। তাই রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েই মুখ্যমন্ত্রী চালু করেছেন কর্মশ্রী প্রকল্প। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে নগদের জোগান নিশ্চিত করায় কোভিডকালে রক্ষা পেয়েছিল বাংলার মানুষ। কিন্তু এর ঠিক উল্টো পথে হাঁটেন আমাদের মোদিবাবু। ফলে সমীক্ষা করে প্রকল্পটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যখন এই খাতের বরাদ্দ তথা মোট খরচ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে বিজেপি জমানায়।’
২০২০-২১ অর্থবর্ষে ১০০ দিনের কাজে সারা দেশে মোট খরচ হয়েছিল ১ লক্ষ ১১ হাজার কোটি টাকা। কিন্তু, পরের আর্থিক বছরেই তা কমে দাঁড়ায় ৯৮ হাজার ৪৬৭ কোটিতে। পরবর্তী দু’বছর (২০২২-২৩ এবং ২০২৩-২৪) মোট খরচ এক লক্ষ কোটির গণ্ডি টপকালেও, তা ১ লক্ষ ১১ হাজার কোটির ধারেকাছে যায়নি। ২০২২-২৩ সালে এই খাতের খরচ ছিল মোট বাজেটের মাত্র ১.৭৮ শতাংশ, যা গত ১০ বছরে সর্বনিম্ন। সেই সময় থেকেই এই প্রকল্প চালানোর ব্যাপারে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজ্যের এক কর্তা জানিয়েছেন, ‘১০০ দিনের কাজের মাধ্যমে শুধু স্থায়ী সম্পদ সৃষ্টি হয় না। একইসঙ্গে কাজ পান বাংলার প্রান্তিক মানুষ। জব কার্ড অনুযায়ী তাদের সংখ্যা প্রায় ২৫ কোটি। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে বঞ্চনার শিকার হবেন জনসাধারণ। অর্থনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের দাবিও এমনটাই। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে প্রদীপ বাবু বলেন, ‘এতদিন শুধু বাংলার মানুষকে ভাতে মেরেছে। এবার সারা দেশের মানুষকে ভাতে মারতে চাইছে মোদি সরকার।’
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা