রাজ্য

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরও দেশে সোনার দরে রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা চাপে। তারপরও দেশীয় বাজারে রেকর্ড গড়ল সোনা। পুজোর দিনগুলিতে বন্ধ ছিল কলকাতায় সোনার পাইকারি বাজার। সোমবার বাজার খোলার পর ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ওঠে ৭৬,৬৫০ টাকা। এই তথ্য জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এদিন ২২ ক্যারেট গয়না সোনার দর ছিল ১০ গ্রাম পিছু ৭২,৮৫০ টাকা। এদিকে দিল্লিতে এদিন সোনার সর্বোচ্চ দর যায় ৭৮,৭০০ টাকা। একদিনের তফাতে সেখানে হলুদ ধাতুর দাম বেড়েছে ২০০ টাকা। 
সোনার উপর আমদানি শুল্ক কমানোর ফলে দাম ৭০ হাজার টাকার নীচে নেমে এসেছিল মাস তিনেক আগেই। কিন্তু আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতায় দাম বাড়তে থাকে ধীরে ধীরে। আমেরিকার সুদবৃদ্ধির ঘোষণা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ-আবহ এবং ডলারের দরের অস্থিরতা সোনার দামে আগুন লাগায়। আমদানি শুল্ক কমোনার আগে ভারতীয় বাজারে এই ধাতুর যে দর ছিল, বর্তমানে তা সেই সীমা ছাপিয়ে গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বা কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম কমেছে। সেই দর ভারতীয় বাজারে যেমন কম, তেমনই কম আন্তর্জাতিক এক্সচেঞ্জগুলিতেও। অন্যদিকে, মার্কিন ডলারের দর উপর দিকে ওঠায়, তার জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চাপে রয়েছে। তারপরও ভারতে সোনার দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ হল খুচরো বাজারে চাহিদা বৃদ্ধি। যেহেতু উৎসবের মরশুম চলছে এবং সাম঩নেই বিয়ের মরশুম, তাই স্বর্ণকাররা সোনা মজুত করছেন। তার প্রভাব পড়ছে বাজারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, আন্তর্জাতিক বাজার যদি আগামী দিনগুলিতে নীচের দিকে থাকে তাহলে ভারতীয় বাজারেও সেই দরের সুফল মেলার আশা থাকছে। সামনেই ধনতেরাস। ওইসময় সোনার খুচরো চাহিদা সর্বোচ্চ হয়। তার আগে সোনার দাম কমলে ক্রেতা-বিক্রেতা সকলেই উপকৃত হবেন। পরিস্থিতি আপাতত কোনদিকে যায়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা