রাজ্য

দক্ষিণবঙ্গে নতুন করে ঘূর্ণাবর্ত,  তবে অতিবৃষ্টির পূর্বাভাস নেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব রয়েছে রাজ্যের উপর। আগামী কয়েকদিন রাজ্যের কিছু জেলায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে রাজ্যজুড়ে। তবে কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের একই জায়গায় অবস্থিত ঘূর্ণাবর্তটি যেভাবে শক্তি বাড়িয়ে পরবর্তীকালে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ছিল, এবার আর সেটা হচ্ছে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে অতিবৃষ্টিজনিত দুর্যোগ পরিস্থিতি নতুন করে তৈরি হবে না। আগের নিম্নচাপটির জন্য অতিবৃষ্টির জেরে ডিভিসি আগে যে বিপুল পরিমাণ জল মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ছাড়ছিল, তা কমেছে। তবে  মঙ্গলবারও ৪৯ হাজার কিউসেক হারে ডিভিসি জল ছেড়েছে। 
কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের উপর তৈরি নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছিল। এর প্রভাবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হয়। তারপরই ডিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করে। এখন যে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের উপর আছে সেটিও ঝাড়খণ্ড-ওড়িশার দিকে সরে যাবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর  রহমান বিশ্বাস জানিয়েছেন। তবে ঘূর্ণাবর্তটি রাজ্যের পশ্চিমাঞ্চল সংলগ্ন ঝাড়খণ্ডে ডিভিসির ক্যচমেন্ট এলাকার দিকে যাবে না। এটি দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে যাবে। ঘূর্ণবাবর্তর প্রভাবে ঝাড়খণ্ডের ওই অংশ এবং সংলগ্ন ওড়িশায় বেশি বৃষ্টি হবে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার বেশি বৃষ্টি হয়েছে দুই বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড়ে সবচেয়ে বেশি ৮৯.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি হয়েছে বর্ধমানে ৪৬.৪ মিমি ও সিউড়িতে ৩৬ মিমি।  দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলার কোনও কোনও জায়গায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা