রাজ্য

ধৃত সুবোধ ঘনিষ্ঠ রবীন্দ্র সাহানির বিরুদ্ধে পঞ্চাশের বেশি মামলা ঝুলে দেশে 

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা; ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহারে ধৃত রবীন্দ্র সাহানি ওরফে রবীন্দ্র চৌধুরীর বিরুদ্ধে দেশজুড়ে ৫০টির বেশি মামলা ঝুলে রয়েছে। তার মধ্যে আছে ন’টি খুনের মামলাও। জেলবন্দি গ্যাংস্টার সুবোধ সিংয়ের শিষ্য রবীন্দ্ররও নিজস্ব ‘টিম’ রয়েছে ডাকাতির জন্য। তার অপরাধের পরিসংখ্যান ঘাঁটতে গিয়ে এই তথ্য হাতে আসার পর রীতিমতো তাজ্জব রাজ্য পুলিস। এই অপরাধী নেপাল ও বাংলাদেশেও অপারেশন চালিয়েছে বলে খবর।
ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির পর রাজ্য পুলিসের পাঠানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে রবীন্দ্রকে চিহ্নিত করে বিহার পুলিস। অপারেশনে থাকা বাকিদের পরিচয়ও জানা যায়। সমস্তিপুরের এই গ্যাংটির পান্ডা হল রবীন্দ্র ও বিকাশ। বিহার পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই দু’জন প্রথমে বৈশালী, সমস্তিপুরে ছোটখাটো লুটপাট করত। ধরা পড়ার পর বেউর জেলে গিয়ে সুবোধের সঙ্গে পরিচয় হয়। তারপর তার গ্যাং-এর সদস্য‌ হয়। রবীন্দ্রকে গ্যাংস্টার সুবোধ দায়িত্ব দিয়েছিল ভিন রাজ্যে অপারেশনের। রবীন্দ্র নিজে যাতে অপারেশন চালাতে পারে সেজন্য টিম তৈরিরও অনুমতি দিয়েছিল সুবোধ। রফা হয় এখান থেকে রবীন্দ্র যে সোনা লুট করবে, তার এক তৃতীয়াংশ যাবে ‘ডন’-এর কাছে।  
পুলিস সূত্রের খবর, ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ, পঞ্জাব, হরিয়ানা, তামিলনাডু, হায়দরাবাদ, বেঙ্গালুরুসহ একাধিক রাজ্যে ৫০টির বেশি অপারেশন চালিয়ে একশো কেজির বেশি সোনা লুট করেছে। কিছু জায়গায় বাধা পাওয়ায় গুলি চালিয়ে খুনও করেছে।  ডাকাতির পর পালিয়ে নেপাল ও বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় দুই দেশের ডাকাত দলের যোগাযোগ তৈরি হয়। তাদের সঙ্গে মিলে অপারেশন চালায় নেপাল ও বাংলাদেশে। এখানকার বেশকিছু ডাকাতিতে তার সঙ্গে এই দুই দেশের ডাকাত দলের পান্ডারা ছিল। তদন্তে জানা গিয়েছে, রাজ্য পুলিসের অফিসাররা রবীন্দ্রর নাম জানতে পারেন ২০২২ রানিগঞ্জে সোনার দোকানে লুটের পর। সুবোধের নির্দেশমতো এই অপারেশন করেছিল সে। কিন্তু তাকে বিহার পুলিস চিহ্নিত করে দিলেও ধরা যায়নি। নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিমবঙ্গে সোনার দোকানের বিষয়ে খোঁজ নিত। ডোমজুড়ের দোকানের খবর তার মাধ্যমে সুবোধের কাছে পৌঁছয়। এরপর গ্যাংস্টার নির্দেশ দেয় অপারেশন চালাতে। ভোলবদল করে এখানে এসে ডাকাতির পর বাইকে করে পালায়। বারবার ট্রেন বদল করে নাটকীয় কায়দায় বিহার পৌঁছয়।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা