রাজ্য

জামা মসজিদ: আদালতে নথি পেশ করতে না পেরে প্রশ্নের মুখে কেন্দ্র ও এএসআই

নয়াদিল্লি: জামা মসজিদ আদৌ সংরক্ষিত সৌধই নয়! এমন দাবি করলেও প্রয়োজনীয় নথি জমা দিতে পারল না মোদি সরকার। এজন্য দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল সংস্কৃতি মন্ত্রক। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছে আদালত। কোর্টে দাবি করা হয়েছিল, মুঘল জমানার জামা মসজিদ সংরক্ষিত সৌধ নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলেই এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে গত ২৮ আগস্টের শুনানিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সই করা সেই সরকারি নথি জমার নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার তা হাজির করতে পারেনি কেন্দ্র ও এএসআই। তাতে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি প্রতিভা এম সিংয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তারা জানিয়েছে, মসজিদের স্ট্যাটাস সংক্রান্ত রিপোর্ট, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা,  বর্তমান মালিকানা সহ একাধিক বিষয় নিয়ে নথিপত্র পেশ করতে বলা হয়েছিল। সেই জায়গায় অন্যান্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে ফের এই মামলার শুনানি রয়েছে। সেখানেই এএসআইয়ের কোনও উচ্চপদস্থ আধিকারিককে এই নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কোর্ট। সেইসঙ্গে, মনমোহন সিং সরকারের আমলের সেই নথির প্রকৃত কপিও জমা দিতে হবে। দিল্লি হাইকোর্টের  স্পষ্ট নির্দেশ, হলফনামা তৈরিতে তদারকি করবেন এএসআইয়ের ডিরেক্টর জেনারেল। কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সামগ্রিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এদিনের শুনানিতে হাজির এএসআইয়ের আধিকারিককে ভর্ৎসনার সুরে আদালত বলে, এই ফাইল কে দিচ্ছে না? আমরা সচিবকে ডেকে পাঠাব। এই নিয়ে আমাদের স্পষ্ট নির্দেশ রয়েছে।   
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা